আমি ছাত্রলীগ করেছিলাম বলেই কি বঞ্চিত হচ্ছি?: উপসচিব আজাদ

Date:

Share post:

প্রধান্রী শেখ হাসিনার পা ছুঁয়ে সালাম করার কারণে বিএনপি-জামায়াত জোট সরকারের সময় এক ক্যাডার কর্মকর্তাকে পদাত (ডিমোশন) রাখা হয়েছিল দীর্ঘ ছয় বছর। এমনকি চাকরিচ্যুত করা হয়েছিল তার স্ত্রীকেও। তবে প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তাকে এবার বড় ধরর পদোন্নতি তালিকাতেও রাখেনি বর্তমান আামী লীগ সরকারের প্রশাসন।
এই প্রেক্ষাপট তুলে ধরে গত বৃহস্পতিবার (১ ডিসেম্বর) পদোন্নতি বঞ্চনার অভিযোগ তুলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর আবার পদোন্নতি চেয়ে আবেদন করেছেন উপসচিব আবুল কালাম আজাদ (পরিচিতি নম্বর ৫৮৪১)।
আট মাসের ব্যবধানে গত ২৭ নভেম্বর সকালে প্রশাসনের তিন স্তরে অতিরিক্ত সচিব পদে ১৪৫, যুগ্মসচিব পদে ১৮৬ এবং উপসচিব পদে ২০৫ জনসহ মোট ৫৩৬ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়। প্রজ্ঞাপন প্রকাশের পর বিকেলেই পদোন্নতি বঞ্চনার অভিযোগ ওঠে ক্যাডার কর্মকর্তাদের মধ্যে থেকে। যদিও এ নিয়ে গণমাধ্যমের কাছে কেউ বক্তব্য দিতে চাননি। তবে পদোন্নতির তিনদিন পরে জনপ্রশাসনে পদোন্নতি র জন্য আবেদন করেন বিসিএস একাদশ ব্যাচের কর্মকর্তা মো.আবুল কালাম আজাদ। আবেদনে তার প্রতি বঞ্চনার কথা তুলে ধরেন এই বীর র সন্তান।
আবেদনে আবুল কালাম আজাদ বলেন, ‘একাদশ ব্যাচের মেধাক্রমে সর্বশেষ কর্মকর্তাসহ ১৮৬ জনকে যুগ্মসচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। কিন্তু তালিকায় আমার নাম নেই। এর কারণও জানতে পারিনি।’
আবেদনে বলা হয় ‘ছাত্রজীবনে আমি ছা্ত্রলীগের ভিপি ছিলাম। বিগত ২০০৩ সালে আমি গাইবান্ধা জেলায় সিনিয়র সহকারী সচিব থাকাকালে বিএনপি-জামাত জোট সরকারের সময় তৎকালীন বিরোধী দলীয় নেতা এবং বর্তমান প্রধানমন্ত্রী জাতির জনকের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার পা ছুঁয়ে সালাম (কদমবুচি) করেছিলাম।সেই অপরাধে আমাকে পদাবনত করে রাখা হয় এবং আমার স্ত্রীকে চাকুরিচ্যুত করা হয়। আমি ২০০৯ সাল পর্যন্ত পদাবনত থাকি।পরে ২০১২ সালের আট ফেব্রুয়ারি পদোন্নতি পাই এবং এক বছর র জেলা প্রশাসক ছিলাম।আমি সারাজীবনই বর্তমান সরকারের অনুগত ছিলাম,আছি এবং থাকবো।চাকরি জীবনে আমি নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করে আসছি।
পদোন্নতির আবেদনে আবুল কালাম আজাদ ো জানান, ধর্মমন্ত্রী, ভূমিমন্ত্রী এবং একজন সংসদ কে পদোন্নতির জন্য উপ-আনুষ্ঠানিক পত্রও দিয়েছিলেন তিনি। কিন্তু পদোন্নতি হয়নি। ‘বিবেচনামতে প্রতিটি ক্ষেত্রে বিধি-বিধানের আে ন্যায়ানুগভাবে এই মতামত’ তুলে ধরে আবেদনে পদোন্নতি দাবি করেন এই কর্মকর্তা।
এ বিষয়ে জানতে চাইলে শনিবার (৩ ডিসেম্বর) বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বে থাকা অতিরিক্ত সচিব ইব্রাহিম হোসেন খান সময় নিউজকে বলেন, ‘আবুল কালাম আজাদের এসিআরে (ক্যাডার কর্মকর্তাদের বার্ষিক গোপনীয় অনুবেদন) সমস্যা রয়েছে। এ বিষয়টি তার সাইনিং অথরিটির মাধ্যমে সমাধান করলে পদোন্নতিতে সমস্যা হবে না। এটা মেটাতে হবে তাকেই। এসিআরে সমস্যা থাকার কারণে তাকে পার করা যায়নি।’ এসিআরে সমস্যা থাকলে মন্ত্রণালয়ের কিছু করার থাকে না বলে উল্লেখ করেন সচিবের দায়িত্বে থাকা এই কর্মকর্তা।
গত মে মাসে ২১৭ জনকে এবং গত বছর ৮৩৭ জনের পদোন্নতি দেয় সরকার। সর্বশেষ গত ২৭ নভেম্বর প্রশাসনের তিন স্তরে ৫৩৬ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়।
সর্বশেষ পদোন্নতির পরে নাম প্রকাশে অনিচ্ছুক প্রশাসন ক্যাডারের কয়েকজন কর্মকর্তা সময় নিউজকে জানান, এবার পদোন্নতিতে বর্তমান সরকারের অনুগত নয়, অথচ পদোন্নতি পেয়েছেন এই সংখ্যা কম নয়। অন্যদিকে সরকারের অনুগত এবং পদোন্নতি পাওয়ার ক্ষেত্রে জটিলতা নেই তেমন কর্মকর্তাদের অনেকেই রয়েছেন পদোন্নতি বঞ্চিত।একটি গোয়েন্দা সংস্থার তথ্যমতে,জামায়াত-বিএনপির অনুসারী পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের তালিকাও লম্বা।
এ বিষয়ে জানতে চাইলে ইব্রাহিম হোসেন খান বলেন, ‘যাদের কোনো না কোনো সমস্যা রয়েছে তাদের হয়তো পদোন্নতি দেওয়া হয়নি। এছাড়া অন্য কোনো বিষয় থাকার কথা নয়।’
সুনির্দিষ্ট করে কাউকে বেশি সুযোগ দেওয়া হয়নি বলেও জানান এই সরকারি কর্মকর্তা।
এ বিষয়ে আবুল কালাম আজাদ সময় নিউজকে আক্ষেপ করে বলেন, প্রধানমন্ত্রীকে কদমবুচি করেছিলাম বলেই বিএনপি সরকার আমার চাকরি ছয় বছর স্তগিত করেছিল, স্ত্রীকে চাকরি থেকে অপসারন করেছিল ৷ কিন্তু এখন দেখি বিএনপি জামাত ঘরনার অনেকেরই পদোন্নতি হচ্ছে ৷ আমি ছাত্রলীগ করেছিলাম বলেই কি বঞ্চিত হচ্ছি?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

চট্টগ্রামে মসজিদের মাইকে ‘ডাকাত’ ঘোষণা দিয়ে গণপিটুনি, নিহত ২

স্থানীয় প্রতিনিধি সোমবার (৩ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার কাঞ্চনা ছনখোলা এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- নেজাম উদ্দিন...

জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ; আহ্বায়ক নাহিদ, সদস্য সচিব আখতার

শুক্রবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর মানিকমিয়া অ্যাভিনিউতে নতুন রাজনৈতিক দল ও আহ্বায়ক এবং সদস্য সচিবের নাম ঘোষণা করেন জুলাই-আগস্ট...

গুলিবিদ্ধ অভিনেতা আজিজুর রহমান আজাদ

সময় ডেস্ক বেশ কিছু নাটক করে বেশ অল্প সময়েই দারুণ জনপ্রিয়তা পেয়েছেন অভিনেতা আজিজুর রহমান আজাদ। নাটকের পর্দায়...

ট্রাম্প-মোদির বৈঠকে বাংলাদেশ বিষয়ে কথা হয়েছে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

আন্তর্জাতিক সময় ডেস্ক ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেছেন,ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর...