গুহায় আটকে পড়লে কী করতে হবে?

Date:

Share post:

উদ্ধারকালী দল পৌঁছানোর আগে পর্যন্ত টিকে থাকার ব্যবস্থা করেতে হবে ছবির কপিরাইট এএফপি/গেটি
Image caption উদ্ধারকালী দল পৌঁছানোর আগে পর্যন্ত টিকে থাকার ব্যবস্থা করেতে হবে

থাইল্যান্ডের গুহায় শনিবার থেকে নিখোঁজ ১২জন কিশোর ও তাদের কোচের খোঁজে চলছে উদ্ধার তৎপরতা।

পেশাগত কাজে যারা পাহাড়ের ভেতরে বা খনিতে নিয়মিত যান, তাদের মত নিরাপত্তা সরঞ্জামাদি এবং প্রস্তুতি না থাকায় দীর্ঘ সময় গুহার ভেতরে থাকা নিয়ে ঐ কিশোর এবং তাদের কোচের সুস্থ থাকা নিয়ে উদ্বেগ তীব্র হয়েছে।

কিন্তু হঠাৎ করে পর্বত বা পাহাড়ের গুহায় আটকা পড়লে উদ্ধারকারী দল এসে পৌঁছানোর আগ পর্যন্ত টিকে থাকার জন্য কিছু পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কেভ রেসকিউ কমিশনের প্রধান নির্বাহী আনমার মীর্জার মতে গুহায় আটকে পড়ার পর প্রথম এবং প্রধান কাজ হলো বড় ধরণের কোন বিপদে, যেমন পাথর ধস বা বন্যায় সতর্ক হওয়া।

ছবির কপিরাইট এএফপি/গেটি
Image caption গুহার মধ্যে পাথরধসের কারণে ঘটতে পারে বড় বিপদ

অর্থাৎ গুহার মধ্যে পানি বাড়লে কতটা উচ্চতা পর্যন্ত তলিয়ে যেতে পারে, সে ধারণা করে থাকার জন্য নিরাপদ উঁচু জায়গা খুঁজে বের করতে হবে।

মিঃ মীর্জা বলছেন, আচমকা যারা আটকে পড়েছে, তাদের তখন সাথে থাকা জিনিসপত্রের ব্যবহারের দিকে নজর দিতে হবে।

মানে ধরুন, সাথে খাবার থাকলে তার অপচয় যাতে না হয়, খেয়াল রাখতে হবে।

উষ্ণ থাকতে হবে

মিঃ মীর্জার মতে গুহায় আটকে পড়া যে কাউকে শুরুতেই খেয়াল রাখতে হবে, যাতে তিনি উষ্ণ থাকতে পারেন।

ছবির কপিরাইট গেটি
Image caption বেশিরভাগ সময় গুহার ভেতরে পানির কোন না কোন ব্যবস্থা থাকে

কাপড়চোপড় শুকনো রাখতে হবে। গুহার মধ্যে সবচেয়ে বড় বিপদ হাইপোথার্মিয়া বা শরীরে তাপমাত্রা অস্বাভাবিকভাবে যদি কমে যায়, তাহলে যে কারো বেঁচে থাকা কষ্টকর হয়ে পড়ে।

পানি

শরীর উষ্ণ রাখা যেমন জরুরী তেমনি, শরীরে জলীয় পদার্থের মাত্রা ঠিক রাখা বা পানির সরবারহ ঠিক রাখা অত্যাবশ্যকীয়।

পানি পান করতে হবে, কিন্তু আবার নোংরা পানি থেকে সাবধানও থাকতে হবে। কারণ দূষিত পানির জন্য পেট খারাপ ও বমি শুরু হতে পারে।

এর ফলে শরীর আরো পানিশূণ্য হয়ে পড়বে।

ছবির কপিরাইট এএফপি/গেটি
Image caption অন্ধকারে ধৈর্য রাখা যেকারো জন্য বিপজ্জনক

তবে, কোন কোন বিশেষজ্ঞের মত পার্থক্য আছে এ নিয়ে। তাদের মতে, বেশিরভাগ গুহার ভেতরের পানি পানযোগ্য।

তারপরেও নোংরা বা বিশুদ্ধ নয় এমন পানি হয়ত সঙ্গে সঙ্গে ক্ষতি করেনা। যে কারণে শরীরে পানির যোগান ঠিক রাখতে নোংরা হলেও খাওয়া উচিত।

বাতাস

অক্সিজেন খুব গুরুত্বপূর্ণ। কিন্তু এ নিয়ে মানুষ যত ভয় পায়, তার সবটাই যথার্থ নয় বলে বলছেন বিশেষজ্ঞরা।

কারণ বেশির ভাগ গুহার ভেতরে প্রাকৃতিক উপায়ে বাতাস চলাচলের ব্যবস্থা রয়েছে।

এমনকি যেসব জায়গায় মানুষ নড়াচড়া করতে বা ঢুকতেও পারবে না, সেসব জায়গাতেও ঠিকই বাতাসের আসা-যাওয়া আছে।

ছবির কপিরাইট গেটি
Image caption প্রস্তুতি ছাড়া গুহায় যাওয়া অনুচিত

তবে, ছোট্ট কোন জায়গাতে বেশি মানুষ আটকা পড়লে সেখানে কার্বন-ডাই অক্সাইড বেড়ে যেতে পারে।

মানসিক যন্ত্রণা

আপনার হয়ত উষ্ণতার ব্যবস্থা আছে, পানি ও বাতাসের কোন ঘাটতি নেই, কিন্তু অন্ধকারে দীর্ঘক্ষণ মাথা ঠাণ্ডা রাখা যে কারো পক্ষেই কঠিন।

এক্ষেত্রে বিশেষজ্ঞদের পরামর্শ, উদ্ধারকারী দল কিংবা কোন ধরণের সাহায্য পৌঁছানোর আগ পর্যন্ত কষ্ট করে মাথা ঠাণ্ডা রাখুন।

অস্থির বা অধৈর্য হলে বিপদ বাড়ে।

সাধারণ পরামর্শ?

বিশেষজ্ঞরা গুহার ভেতরে যে কেউ ঢুকতে গেলেই কয়েকটি অবশ্যম্ভাবী বিষয় মেনে চলার পরামর্শ দেন। যেমন এক নম্বর পরামর্শ হলও, প্রস্তুতি ছাড়া কখনো গুহায় ঢোকা উচিত নয়।

আরো পড়ুন:

ড্রাইভিং সিটে সৌদি নারীর র‍্যাপ সঙ্গীত নিয়ে ঝড়

বাংলাদেশে শিক্ষা ও স্বাস্থ্যে ব্যয় কমেছে, পরিণাম কী?

ভেতরকার পরিস্থিতি সম্পর্কে পর্যাপ্ত তথ্য, প্রয়োজনীয় যন্ত্রপাতি এবং অন্তত একজন সঙ্গী ছাড়া গুহায় প্রবেশ করা উচিত নয়।

এছাড়া গুহায় ঢোকার আগে একজন কাউকে জানিয়ে যেতে হবে গন্তব্য সম্পর্কে।

কারণ যত দ্রুত বিপদ আঁচ করা যাবে, তত দ্রুত সাহায্য আসবে।

Source from: http://www.bbc.com/bengali/news-44665542

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

আবারো এস আলমে আগুন 

চট্টগ্রামের কর্ণফুলী এলাকায় এস আলম গ্রুপের চিনির গুদামের পর এবার তেলের মিলে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের...

জিম্মি নাবিকদের উদ্ধার চেষ্টার সময় গুলি বিনিময়

সময় ডেস্ক সোমালিয়ান জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর নাবিকদের উদ্ধারে অভিযান চালিয়েছে অন্য একটি জাহাজ। দুই...

শেষ ম্যাচে ভুটানকে উড়িয়ে দিলো বাংলাদেশ

সময় স্পোর্টস ডেস্ক সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের ফাইনাল আগেই নিশ্চিত করেছিলো বাংলাদেশের মেয়েরা। ১০ মার্চ ফাইনালে ভারতের বিপক্ষে মাঠে...

নারী দিবসে নারী কর্মীদের সম্মান জানিয়ে এবারই প্রথম কোনো আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করছেন নারী কর্মীরা

সময় ডেস্ক আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ শুক্রবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট পরিচালনা করেছেন নারীরা। রাজধানীর শাহজালাল...