ক্লাব পর্যায়ে ফুটবলার সংকট চরমে !

Date:

Share post:

মহানগরী ফুটবল লিগ কমিটির পূর্ণ তালিকা এখনো ঘোষিত হয়নি। এরই মধ্যে দ্বিতীয় বিভাগ ফুটবল লিগের দলবদলের তারিখ ঘোষণা করা হয়েছে। ৭-১৩ ডিসেম্বর এই লিগের দলবদল হওয়ার কথা। সর্বশেষ ২০১৪ সালে অনুষ্ঠিত হয়েছিল দ্বিতীয় বিভাগ লিগ। যা হওয়ার কথা ছিল ২০১৩ সালে। এ বছরের শুরুর দিকে শেষ হয়েছে তৃতীয় বিভাগ ফুটবল। এখন শুরু হতে যাওয়া দ্বিতীয় বিভাগ লিগে এই ডিভিশনের ফুটবলাররা খেলবেন এটাই স্বাভাবিক। সেভাবেই তৃতীয় বিভাগের ফুটবলারদের অগ্রিম টাকাও দিয়েছিল দ্বিতীয় বিভাগের কাবগুলো। অথচ অক্টোবরে শুরু হওয়া বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগই (বিসিএল) পাল্টে দিয়েছে পুরো চিত্র। দ্বিতীয় বিভাগের কাবগুলো যেসব ফুটবলারকে অগ্রিম টাকা দিয়েছিল তারা সবাই যোগ দিয়েছে বিসিএলের কাবে। খেলছেনও লিগে। ফলে এই ফুটবলারদের হারিয়ে বেশ বেকায়দায় জুনিয়র ডিভিশনের কাবগুলো। কাক্সিত ফুটবলারদের তো তারা পাবেই না এমনকি ফেরত আসবে না অগ্রিম দেয়া টাকাও।

কাব সূত্রে জানা গেছে, দ্বিতীয় বিভাগের দল নবাবপুর ক্রীড়াচক্রের ১০ ফুটবলার, শান্তিনগরের ১০ জন, ইস্টঅ্যান্ডের পাঁচজন, সিটি কাবের ছয়জন, টঙ্গী ক্রীড়াচক্রের পাঁচজন, উত্তরা আজমপুর কাবের ছয়জন, সমাজকল্যাণ ও ক্রীড়া সংসদ মুগদাপাড়ার পাঁচজন, কসাইটুলি সমাজকল্যাণ পরিষদের সাতজন, গৌরীপুরের আটজন, খিলগাঁও ফুটবল অ্যাকাডেমির ছয়জন ফুটবলার পাড়ি জমিয়েছেন চ্যাম্পিয়নশিপ লিগের বিভিন্ন কাবে। অবশ্য এরপরও এসব কাবের কিছু ফুটবলার অবশিষ্ট আছেন। তবে করুণ দশা দিলকুশা স্পোর্টিং কাবের। বিশ্বস্ত সূত্র মতে, তৃতীয় বিভাগ চ্যাম্পিয়ন এই কাব এখন একেবারে খালি। তাদের সব খেলোয়াড়ই চলে গেছে বিসিএলের বিভিন্ন কাবে। নবাবপুর ক্রীড়াচক্রের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাফুফেতে কাবের ডেলিগেট আলীমুজ্জামান আলম জানান, আমার কাবের ১০ ফুটবলার চ্যাম্পিয়নশিপ লিগের কয়েক কাবে চলে গেছেন। তাদের মধ্যে ছয়জন যোগ দিয়েছেন বিসিএলের কাব ভিক্টোরিয়া স্পোর্টিং কাবে। সবাইকে লক্ষাধিক টাকা টোকেন মানি দিয়েছিলাম। সে অর্থও আর ফেরত পাবো না।

টঙ্গী ক্রীড়াচক্রের সিনিয়র সহসভাপতি আবদুল মান্নান সময় নিউজকে জানান , তার কাব থেকে অগ্রিম নিয়েও দু’জন কাওরানবাজার প্রগতি সঙ্ঘে, একজন করে অগ্রণী ব্যাংক, ইয়ংমেন্স কাব ফকিরেরপুল ও চট্টগ্রাম মোহামেডানে চলে গেছেন। অবশ্য এর মধ্যে একজন ফেরত দিয়েছেন অগ্রিম টাকা। খিলগাঁও ফুটবল অ্যাকাডেমির সভাপতি হাজী নজরুল ইসলামের মতে, আমার ৭ ফুটবলার বিসিএলের কাবে যোগ দিয়েছেন। তারা বাইন্ডিংস ছিল বলে অগ্রিম টাকা দেইনি। পছন্দের এই খেলোয়াড় চলে যাওয়ায় কাবগুলো যে দুর্বল হয়ে গেছে তা স্বীকার করলেন নবাবপুরের আলীমুজ্জামান আলম। মানসম্পন্ন ১০ ফুটবলার হারিয়ে আমার দলের শক্তি খর্ব হয়ে গেছে। এখন দলবদলের তারিখ ঘোষণা হওয়ায় ভালো খেলোয়াড় সংগ্রহের সময়ও নেই। ফলে সাদামাটা দলই গড়তে হবে।

তৃতীয় বিভাগের ফুটবলাররা দ্বিতীয় বিভাগ, প্রথম বিভাগ খেলে এরপর বিসিএলে খেলবে এটাই নিয়ম। এতে তাদের মধ্যে পরিপক্বতা আসে। কিন্তু ফুটবলার সঙ্কটের কারণে তারা এক লাফে বিসিএলে খেলায় এই লিগের মান কমে গেছে। সময় নিউজকে জানালেন বর্ষীয়ান কোচ আলমগীর ওস্তাদ। সমস্যা আরো আছে। এই ফুটবলারদের অধিকাংশ চট্টগ্রামের প্রিমিয়ার লিগের বিভিন্ন কাবে যোগ দিয়েছেন। ইতোমধ্যেই চট্টগ্রাম লিগ শুরু। তখন তাদের নিয়ে টানাহেঁচড়া শুরু হবে বিসিএল ও চট্টগ্রামের কাবগুলোর মধ্যে। এমন মন্তব্য টিঅ্যান্ডটি কাবের কোচ আরমানের । এ দিকে তৃতীয় বিভাগ থেকে যে চার কাব দ্বিতীয় বিভাগে উঠেছিল তারা তাদের পুরাতন ফুটবলার প্রমোশন বাইন্ডিংসের আওতায় ধরে রাখতে পারছে। এই কাবগুলো জানতো তাদের এবার দ্বিতীয় বিভাগে খেলতে হবে না। খেলবে আগামী বছর। ফলে ছেড়ে দিয়েছে ফুটবলারদের। তারা খেলে ফেলেছে বিসিএলে। কিন্তু দ্বিতীয় বিভাগ দলের সংখ্যা বাড়াতে এই চার দলকেও নেয়া হয়েছে। ফলে এই ফুটবলারদের আর ফেরত নিতে পারবে না। নিয়ম আছে, বিসিএলে খেলা কোনো ফুটবলার ওই বছর জুনিয়র ডিভিশনের কোনো ক্লাবে খেলতে পারবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

আবারো এস আলমে আগুন 

চট্টগ্রামের কর্ণফুলী এলাকায় এস আলম গ্রুপের চিনির গুদামের পর এবার তেলের মিলে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের...

জিম্মি নাবিকদের উদ্ধার চেষ্টার সময় গুলি বিনিময়

সময় ডেস্ক সোমালিয়ান জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর নাবিকদের উদ্ধারে অভিযান চালিয়েছে অন্য একটি জাহাজ। দুই...

শেষ ম্যাচে ভুটানকে উড়িয়ে দিলো বাংলাদেশ

সময় স্পোর্টস ডেস্ক সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের ফাইনাল আগেই নিশ্চিত করেছিলো বাংলাদেশের মেয়েরা। ১০ মার্চ ফাইনালে ভারতের বিপক্ষে মাঠে...

নারী দিবসে নারী কর্মীদের সম্মান জানিয়ে এবারই প্রথম কোনো আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করছেন নারী কর্মীরা

সময় ডেস্ক আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ শুক্রবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট পরিচালনা করেছেন নারীরা। রাজধানীর শাহজালাল...