সাংবাদিক মানিক চন্দ্র সাহা হত্যা মামলার রায় ঘোষণা :৯ জনের যাবজ্জীবন

Date:

Share post:

খুলনার সাংবাদিক মানিক চন্দ্র সাহা হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে। ৯ জনের আসামিকে যাবজ্জী ের রায় দিয়েছেন আদালত। তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

খুলনা বিভাগীয় দ্রুত বিচার াইব্যুনালের বিচারক এ রব হাওলাদার বুবার দুপুর দেড়টার দিকে এই রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত আ হলেন- সুমন ওরফে নুরুজ্জামান, বুলবুল ওরফে বুলু, আকরাম ওরফে বোমারু আকরাম, আলী আকবর ওরফে শাওন। এরা কারগারে আছেন। সাত্তার ওরফে ডিস্কো ছাতার, বেল্লাল, মিথুন, সরোয়ার ওরফে সরো, সাাত ওরফে শওকত ওরফে সাকা পলাতক আছেন।

এ মামলায় দুজনের বেকসুর খালাস দেওয়া হয়েছে। তারা হলেন ওমর ফারুক ওরফে কচি ও হাই ইসলাম ওরফে কচি। এছাড়া বিস্ফোরক মামলায় ১০ আসামিকে খালাস দেওয়া হয়েছে।

খুলনার বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট এনামুল হক বলেন, রাষ্ট্রপ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষে আদালত ৩০ নভেম্বর রায়ের জন্য দিন ধার্য করেছিলেন। তিনি আরও জানান, ২১ নভেম্বর খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে ম্যাজিস্ট্রেট দেওয়ান আব্দুস সামাদের সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে এ মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ হয়। ২২-২৪ নভেম্বর পর্যন্ত রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক হয়। ২৭ ও ২৮ নভেম্বর দুদিন আসামিপক্ষের যুক্তিতর্ক হয়।

মানিক সাহা খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক ও বিবিসির খুলনা প্রতিনিধি ছিলেন। প্রসঙ্গত, ২০০৪ সালের ১৫ জানুয়ারি খুলনা প্রেসক্লাবের কাছে ছোট মির্জাপুরে প্রবেশের মুখে দুবৃত্তরা বোমা হামলা চালিয়ে মানিক সাহাক হত্যা করে। ঘটনার দুদিন পর ১৭ জানুয়ারি মামলা করা হয়। খুলনা সদর থানার এসআই রনজিৎ কুমার দাস বাদী হয়ে এ মামলা দায়ের করেন। ২০০৪ সালের ২০ জুন খুলনা থানার তৎকালীণ ওসি মোশাররফ হোসেন ৫ জনকে আসামি করে আদালতে হত্যা মামলার চার্জশিট দাখিল করেন। চার্জশিটভুক্ত আসামিদের মধ্যে মিঠুন, বুলবুল ওরফে বুলু ও আকরাম ওরফে বোমারু আকরাম জামিনে রয়েছে। সুজন ওরফে নুরুজ্জামান ও মো. আকবর আলী বিশ্বাস ে রয়েছে। এছাড়া সাত্তার ওরফে ডিসকো সাত্তার, সাকা ওরফে সাখাওয়াত, বেল্লাল, সরো ওরফে সরোয়ার ও শওকত হোসেন পলাতক রয়েছে।

সর্বশেষ ২০০৯ সালের ২৯ সেপ্টেম্বর মামলাটি জেলা ও দায়রা জজ আদালতে ফেরত পাঠানো হয়। পুলিশ দুই দফা তদন্ত শেষে (অধিকতর তদন্তসহ) ২০০৮ সালের ১২ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করে। এতে ১৩ জনকে আসামি করা হয়। আসামিদের সবাই চরমপন্থী দলের সক্রিয় সদস্য বলে চার্জশিটে উল্লেখ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

তুচ্ছ ঘটনায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী

পটুয়াখালীর দশমিনায় পারিবারিক কলহের জেরে এক যুবকের পুরুষাঙ্গ স্ত্রী কেটে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। ওই যুবকের নাম কাওসার...

ভারত-পাকিস্তান সংঘাত: প্রতিবেশীরা কে কার দিকে

ভারত আর পাকিস্তানের মধ্যে সংঘাত বেড়েই চলেছে। বৃহস্পতিবার দুই দেশই অপরের বিরুদ্ধে হামলা চালানোর দাবি করেছে। বৃহস্পতিবারই ভারতের...

এনসিপি’র সমাবেশে ওয়াসা দিচ্ছে খাবার পানি, আর শীতল করতে পানি ছিটাচ্ছে সিটি করপোরেশন

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শুক্রবার দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে রাস্তায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ শুরু...

পারভেজ হত্যা: ফারিয়া হক টিনা ৩ দিনের রিমান্ডে

প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় গ্রেফতার ইউনিভার্সিটি অব স্কলার্সের শিক্ষার্থী ফারিয়া হক টিনার তিন দিনের...