ঢাকা ডায়নামাইটসকে তিন উইকেটে হারিয়েছে রাজশাহী কিংস।

Date:

Share post:

ওপে মমিনুল হক ও মিডল ্ডার াটসম্যান সামিত প্যাটেলের দুটি সময়োপযোগী অর্ধশতর ওপর ভর করে ঢাকা ডায়নামাইটসকে তিন ইকেটে হারিয়েছে কিংস।

ঢাকার করা ১৮২ রানের ইনিংস ১৯.৫ ওভারে টপকে যায় রাজশাহী। সাত উইকেটে ১৮৪ রান করে ঢাকাকে দেয় টানা দ্বিতীয় পরাজয়ের স্বাদ।

যদিও খেলতে নেমে রাজশাহী কিংসের জয়ের ্যাশাটা শুরুতেই ধাক্কা খায়।  চার রানে বিদায় নেন ওপেনার জুনায়েদ সিদ্দিক।  এ আঘাতের রেশ কাটতে না কাটতেই আরও বড় আঘাত পায় রাজশাহী।  দলীয় ৩১ রানে বিদায় নেন সাব্বির (৭)।  মো. শহীদের বল তুলে মেরেছিলেন। ডিপ মিড উইকেট থেকে অনেক দূর দৌড়ে লং অন অঞ্চলে দর্শনীয় এক ক্যাচ ধরেন নাসির।

এরপরেই চিত্র পাল্টে দেন ভালো ফর্মে থাকা মমিনুল ও ইংরেজ ব্যাটসম্যান সামিত প্যাটেল। তৃতীয় উইকেট জুটিতে ১০০ রান আসে এই জুটি থেকে।  মমিনুল হক খেলেন ৪২ বলে ৮টি চার ও একটি ছক্কায় ৫৬ রানের ইনিংস।  ত বোলার মো. শহীদের বলেই নাসির হোসেনের ক্যাচে ফেরেন তিনি।

মমিনুলের বিদায়ের পর ক্রিজে সেট ব্যাটসম্যান হিসেবে ছিলেন সামিত প্যাটেল।  তিনিই দলের আশার প্রদীপ ধরে রাখেন। মেরে খেলছিলেন।  ৩৯ বলে ৬টি ছয় ও পাঁচটি চারে ৭৫ রানের ইনিংসে অনেকটা দিশেহারা করে ফেলেন ঢাকার বোলারদের।

মমিনুলের বিদায়ের পর নামেন অধিনায়ক ড্যারেন স্যামি। কিন্তু আগের ব্যাটসম্যানদের তৈরি করা মঞ্চে ফিনিশিংটা দিতে পারেননি স্যামি।  স্বদেশি ডোয়াইন ব্রাভোর বলে ৯ রানে বোল্ড হলে ারও শঙ্কায় পড়ে রাজশাহী।  শেষ দুই ওভারে রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ১২ রান।  আবুল হাসান ৫ রান করে আউট হলে শঙ্কার মাত্রা বাড়ে আরও।  যখন শেষ ওভারে দরকার ৯ তখন ফরহাদ রেজা ও মেহেদী হাসান মিরাজ ছয় ও পাঁচ রানে অপরাজিত থেকে দুরন্ত এক জয় এনে দেন রাজশাহীকে।

 

Pran-BLAVE ad on bangla Tribune

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের (বাগছাস) যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ

গুলশানে সাবেক এমপির বাসায় ৫০ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের (বাগছাস) যুগ্ম আহ্বায়ক জানে আলম...

আমেরিকার শুল্ক কমানোর ঘোষণায় বাণিজ্য উপদেষ্টার প্রতিক্রিয়া

বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর শুল্ক কমানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। শুল্ক কমিয়ে ২০ শতাংশ করেছে তারা। বৃহস্পতিবার...

পুতিনকে পছন্দ করেন মেলানিয়া, জানালেন ট্রাম্প

মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে পছন্দ করেন। কিন্তু ইউক্রেন সংঘাত অব্যাহত থাকায় তিনি হতাশ।...

একটা প্রমাণ দেখান, চ্যালেঞ্জ ছুঁড়লেন সাদিক কায়েম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের ফেসবুক পোস্টের পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক...