গতকাল থেকে শুরু হওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বী ২৬জন।

Date:

Share post:

দেশের অন্যতম বিদ্যাপীঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে।‘সি’ ের অিভুক্ত ব্যবসায় প্রশাসন অনুষদের ভর্তি পরীক্ষার মাধ্যমে এবারের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। অনুষদের কোটাসহ ৭৫২টি আসনের বিপরীতে এই ইউনিটে ১৪ হাজার ৩১০টি আবেদন জমা পড়েছে। ফলে প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১৯ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে প্রথম দিনের পরীক্ষা। চবি সূত্র জানায়, এ বছর থেকে ১০টি ইউনিটে ভর্তি পরীক্ষার পরিবর্তে চারটি ইউনিটে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এ বছর ৪ হাজার ৯২৪ আসনের বিপরীতে ১ লাখ ২৫ হাজার ৯৯৫ জন শিক্ষার্থী ভর্তির আবেদন করেছে। অর্থাৎ চবিতে এ বছর এক আসনের বিপরীতে লড়ছে প্রায় ২৬ জন পরীক্ষার্থী। ভর্তি পরীক্ষা চলবে ২৯ অক্টোবর পর্যন্ত। ইউনিট অনুযায়ী পর্যালোচনা করলে দেখা যায় ‘এ’ ইউনিট অর্থাৎ বিজ্ঞান অনুষদে মোট আসন আছে ১ হাজার ২১৪টি। এ ইউনিটে আবেদন করেছেন ৪৩ হাজার ১৩২ জন। অর্থাৎ প্রতি আসনে লড়বেন প্রায় ৩৬ জন পরীক্ষার্থী। কলা মানববিদ্যা বিভাগ অর্থাৎ ‘বি’ ইউনিটে মোট আসন রয়েছে ১ হাজার ৩৪৬টি। এ ইউনিটে আবেদন জমা পড়েছে ২৯ হাজার ৩২৪টি। অর্থাৎ প্রতি আসনে লড়বেন প্রায় ২২ জন পরীক্ষার্থী। সমাজ বিজ্ঞান অর্থাৎ ‘ি’ ইউনিটে মোট আসন রয়েছে ১ হাজার ১৮১টি। তার বিপরীতে পরীক্ষায় অংশ নেবে ৩৯ হাজার ৩৩৫ জন। অর্থাৎ প্রতি আসনে লড়বেন প্রায় ৩৪ জন পরীক্ষার্থী। এ দিকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাকে ্র করে সার্বিক নিরাপত্তায় নিয়োজিত আছে সাড়ে ৭৫০ জন পুলিশ সদস্য। সকাল থেকে ক্যাম্পাসের ৩৪টি স্পটে পুলিশ মোতায়েনের পাশাপাশি চেকপোস্টও বসানো হয়েছে। জালিয়াতি ঠেকাতে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পরীক্ষা কেন্দ্রে সকল প্রকার ইলেক্ট্রনিক ডিভা নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। এছাড়াও পরীক্ষা কেন্দ্রে ছাত্রীদের মণ্ডল ও কান না ঢাকার নিদের্শও দেয়া হয়েছে। এছাড়াও পরীক্ষার্থীদের সুবিধার্থে নগরীর বটতলী স্টেশন থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অভিখে একজোড়া শাটল ট্রেন ও একটি ডেমু ট্রেন সারা দিনে নয়বার করে মোট ১৮ বার করবে। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নিয়াজ মোরশেদ সিপ্লাসকে বলেন, ‘এখনো পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সুষ্ঠুভাবে সবকিছু সম্পন্ন হয়েছে। শুক্রবার ডি ইউনিটের (সমাজ বিজ্ঞান অনুষদ) পরীক্ষা অনুষ্ঠিত হবে।’ আজ থেকে শুরু হয়ে ২৯ অক্টোবর পর্যন্ত এক নাগাড়ে ৪টি ইউনিটের অধীনে এ বছরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৭ অক্টোবর, ‘বি’ ইউনিটের পরীক্ষা ২৮ অক্টোবর ও ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

চট্টগ্রাম ক্লাবের একটি কক্ষে সাবেক সেনা প্রধান হারুন অর রশিদের মরদেহ পাওয়া যায়

সাবেক সেনা প্রধান হারুন অর রশিদ চট্টগ্রামে মারা গেছেন। সোমবার (৪ আগস্ট) দুপুরে চট্টগ্রাম ক্লাবের একটি কক্ষে তার...

ছাত্রলীগ পরিচয়ে নির্যাতনের অংশীদার হতেন ‘ছাত্রশিবিরের নেতাকর্মীরা’

আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে ছাত্রলীগ পরিচয়ে অন্যান্য শিক্ষার্থীদের ওপর নির্যাতনের অংশীদার হতেন এমন ‘ছাত্রশিবিরের নেতাকর্মীদের’ পরিচয় দিয়ে সামাজিক...

গাজীপুরের শ্রীপুরে পোশাক শ্রমিক স্ত্রীকে হত্যা করে স্বামী

গাজীপুরের শ্রীপুরে পোশাক শ্রমিক স্ত্রী মারুফা আক্তারকে (৪৫) হত্যার পর মরদেহ ঘরের মেঝেতে রেখে আসবাবপত্রে আগুন ধরিয়ে বাইরে...

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সূচনা বক্তব্য উপস্থাপন

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সূচনা বক্তব্য উপস্থাপন...