সিটি মেয়রকে নির্মম ভাবে নিহত কেন্দ্রীয় ছাত্রনেতা দিয়াজের বোনের খোলা চিঠি।

Date:

Share post:

নেতা,
জানিনা দিয়াজের আপনার উপর কিসের অভিমান ছিল! দিয়াজ বলে যাওয়ার সুযোগ পায়নি।যেদিন দিয়াজ আর আমাদের আপনি ডেকেছিলেন কথা বলার জন্য,যেদিন দিয়াজকে বলেছিলেন তুমি ওপেন ঘুড়তে পারবে,ক্যাম্পাসে যেতে পারবে,দিয়াজের মা আমার মা,দিয়াজ সোনার টুক ছেলে,যেদিন আপনি আলমগীর টিপুকে আমাদের ঘড় ভাংচুর মামলা থেকে বাদ দিতে বলেছেন,যেদিন আপনি কথা দিয়েছিলেন আমার দিয়াজের সার্টিফিকেট,ল্যাপটপ থেকে শুরু করে লুটপাট করে নিয়ে যাওয়া আমার মায়ের সব সম্পদ উদ্ধার করে দিবেন সেদিন দিয়াজ আপনার ড্রয়িংরুমে বসে ভিতরের রুমে আমাকে বারবার মএস করছিল “ ভাইয়ের সাথে তর্ক করবেন না,সব জিরো হয়ে যাবে।নাসির ভাই যা বলে মেনে নেন।”আমরা মেনে নিয়েছিলাম।তবে দিয়াজকে প্রশ্ন করার সুযোগ হয়নি কেন আপনার সব কথা আমাদের মানতে হবে।তার আগেই দিয়াজকে খুনীরা পরপারে পাঠিয়ে দিল।

দিয়াজ যেহেতু আপনাকে মায়ের চেয়ে বেশি বিশ্বাস করতো তাই ওর হত্যার পর আমরা আপনার কাছে ছুটে গিয়েছিলাম।আপনি আমাদের বলেছিলেন দিয়াজ আত্মহত্যা করেছে,আপনার কিছু করার নেই।আমার ঠিক তখনি দিয়াজের পাঠানো এসএমএসের কথা মনে পড়ে গেল।আমি আপনাকে অনেক বলেছি আপনি বুকে হাত দিয়ে বলেন দিয়াজ আত্মহত্যা করেছে,যে দিয়াজ আপনার কথা যতবার ্চারন করেছে ততবার যদি আল্লাহকে ডাকতো তাহলে সে লিয়া হয়ে যেত সে দিয়াজ আত্মহত্যা করতে পারেনা। আপনি আমার কথা মানেননি।যে পুলিশ আপনার অধীনে,যে ডাক্তাররা আপনার নীতি করে,যে ছেলেরা আপনার নাম বিক্রি করে টেন্ডারবাজী করে তারা সকলে মিলে আপনার কাছে উপস্হাপন করলো দিয়াজ আত্মহত্যা করেছে।দিয়াজের খুনীদের সাথে আপনার হাসিমুখের সেলফী আমাদের হ্রদয়কে রক্তাক্ত করতো।

আপনার সাহায্য না পেয়ে আমরা হতাশ হইনি।কারন আমরা দিয়াজের রক্ত।আমরা জেনেছিলাম দিয়াজকে হত্যা করা হয়েছে। আমাদের সাথে ছিল কিছু ভালো মানুষ যারা দিয়াজের আত্মহত্যার নাটক মেনে নেয়নি।তাদের কাছে আমি এবং আমার পরিবার কৃতজ্ঞ। যদিও কাছের অনেক স্টধারী আত্মীয়স্বজন,বন্ধু পাশে ছিলনা।কারন আমাদের পাশে থাকলে যদি খুনীরা মাইন্ড করে!আজ সত্য প্রতিষ্ঠিত।

আজ আপনাকে মানতেই হবে দিয়াজকে হত্যা করা হয়েছে।আজ আইন আপনাকে সে সুযোগ করে দিয়েছে।আপনি দিয়াজের জন্য কি করেছেন তা আমি দেখিনি,তবে আমি দেখেছি দিয়াজ আপনার জন্য কি করেছে।দিয়াজ আপনার হকদ্বার।আপনি পারেন এখন দিয়াজের হত্যার বিচার করতে।দিয়াজ হত্যার আসামীরা,দিয়াজের মায়ের ঘড় ভাংচুর মামলার আসামীরা ্যে ঘুরছে।শুনেছি তারা আপনার সাথে দেখা করার জন্য মরিয়া তিক আশ্রয় নেয়ার জন্য।হয়তো দিয়াজ বেচেঁ নেই,সে আপনার রাজনৈতিক কোন কাজে আসবেনা।তবে তার হত্যার বিচার করলে আপনি দিয়াজের মা এবং তার পরিবারের যে দোআ পাবেন তা আপনাকে অনেকদূর এগিয়ে নিয়ে যাবে।পুলিশ প্রশাসন থেকে শুরু করে সব আইন শৃঙ্খলা বাহিনী আপনার নেতৃত্বে।আপনি পারেন আসামীদের আইনের আওতায় এনে দিয়াজের প্রতি কিছুটা হলেও কৃতজ্ঞতা স্বীকার করতে।

হয়তো আপনার সামনে গিয়ে এসব বলতে পারবোনা বলেই এখানে বলা।দিয়াজের কর্মীরা আপনার কাছে গিয়ে দিয়াজ হত্যার বিচার চাইতে ভয় পায়,কারন আপনি যদি রাগ করেন!ওরা নিজেদের নিরাপত্তা নিয়ে ভীত।তাই আমি আপনাকে এ খোলা চিঠি লিখলাম।সুদীপ্ত হত্যা মামলার আসামীরা ধরা পড়ছে।দিয়াজ কি দোষ করলো?দিয়াজ আপনার একনিষ্ঠ কর্মী ছিল তাই আপনার কাধেঁ দিয়াজ হত্যার দায়ঁ তুলে দিলাম।বাকিটা আপনার বিবেচনার উপর ছেড়ে দিলাম।

ইতি,
পুত্রতুল্য ভাই দিয়াজের আপু জুবাঈদা ছরওয়ার চৌধুরী নিপা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

চট্টগ্রামের রাউজানে বিএনপির দুপক্ষে সংঘর্ষের ঘটনায় কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সব পর্যায়ের পদে স্থগিত

চট্টগ্রামের রাউজানে বিএনপির দুপক্ষে সংঘর্ষের ঘটনার পরপরই কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সব পর্যায়ের পদে স্থগিতাদেশ...

৪ বাতি-ফ্যান ও এক ফ্রিজ চালিয়ে বিদ্যুৎ বিল ১১ লাখ টাকা!

প্রতি মাসে পাঁচ-ছয়শ টাকার বিদ্যুৎ বিল দিয়ে আসছিলেন গাজীপুরের শ্রীপুর উপজেলার খলারটেক গ্রামের ঝালমুড়ি বিক্রেতা আবদুল মান্নান (৫৫)।...

‘ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নয়’, সাফ জানাল সৌদি আরব

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং গাজায় চলমান যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক স্বাভাবিক করবে...

বিমানের দাম্মামগামী ফ্লাইট মাঝ আকাশ থেকে ফেরত এলো ঢাকায়

যান্ত্রিক ত্রুটির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-দাম্মাম রুটের একটি ফ্লাইট মাঝ আকাশ থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফেরত...