কুকুরদের জীবন বাঁচাচ্ছে পাকিস্তানি জেলেরা

Date:

Share post:

পাকিস্তানে করাচীর উপকূলীয় এক দ্বীপে েক বছর রে বাস করছে কিছু মালিকবিহীন কুকুর। যাদের কারণে দ্বীপের নাম হয়েছে গ আইল্যান্ড বা কুকুর দ্বীপ।

দ্বীপটিতে কোনো বসতি নেই, খাবার নেই, সুপেয় পানি নেই। তারপরও উপকূলের কাছে দ্বীপটিতে দিনভর ঘুরে বেড়ানো এই কুকুরলো কিভাবে বেঁচে আছে?

সেখানে নিয়মিত মাছ ধরতে আসা জেলেরা কুকুরগুলোর দেখাশোনা করেন।

দ্বীপে যদি মানুষের আনাগোনা টের পায় তখন খাবারের আশায় তাদের কাছে আসে কুকুরগুলো।

কুকুরগুলো কিভাবে থম এই দ্বীপে এসেছিলো, তার কোনো পরিষ্কার তথ্য নেই।

তবে স্থানীয় জেলেদের ভাষ্য বেশ কয়েক দশক ধরেই এ দ্বীপে তারা কুকুরের দল ঘুরে বেড়াতে দেখছেন।

কেউ বলেন এগুলো ী নাবিকদের ছেড়ে দেয়া কুকুর। আবার কেউ কেউ বলেন শহর ্ষ বিভিন্ন স্থান থেকে বেওয়ারিশ কুকুর ধরে এ দ্বীপে েলে যায় রাতের অন্ধকারে।

জেলেরা এই কুকুরদের খাবার দেয় কারণ তারা বিশ্বাস করে, সৃষ্টিকর্তা এ কাজের জন্য তাদের পুরষ্কৃত করবেন। ওদের খাওয়ালে তাদেরও খাবার ব্যবস্থা হবে।

পাকিস্তানিদের মধ্যে অনেকেই বিশ্বাস করেন কুকুর পরিচ্ছন্ন প্রাণী নয়, আর সে কারণে তাদের স্পর্শ করাও উচিত নয়।

করাচী শহরে হাজার হাজার কুকুর বেওয়ারিশ রয়েছে, তাদের জন্য নেই কোন সুবিধা।

এই ডগ আইল্যান্ড বা কুকুরদ্বীপটিতে ঘরবসতি গড়ে তোলার পরিকল্পনা থাকলেও জমির মালিক ও পরিবেশবাদীদের মধ্যে বিরোধ চলছে।

আর সেকারণে এখনও কুকুরগুলো এ দ্বীপের অধিবাসী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত, ঘটনাস্থলে মিলেছে মানবদেহের অংশ

ভারতের রাজস্থানে দেশটির বিমানবাহিনীর একটি জাগুয়ার যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বুধবার (৯ জুলাই) দুপুর ১টা ২৫ মিনিটের দিকে রাজ্যের চুরু...

নোয়াখালীতে সব প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস বন্ধ ঘোষণা

অতিবৃষ্টির ফলে সৃষ্ট জলাবদ্ধতা ও সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় নোয়াখালীতে সব প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস বন্ধ ঘোষণা করা হয়েছে।  বুধবার...

চীন ও পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠতায় শঙ্কিত ভারত!

চীন ও পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা শঙ্কিত করে তুলছে ভারতকে। এমনই আভাস মিলেছে ভারতের প্রতিরক্ষা বাহিনীর প্রধান...

আওয়ামী লীগকে ফেলে দেওয়ার জন্য যা দরকার ছিল, সব করেছি: সিবগাতুল্লাহ

ছাত্ররাজনীতির ভেতর থেকে উঠে আসা এক সক্রিয় সংগঠকের কণ্ঠস্বর সিবগাতুল্লাহ সিবগা। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার...