ফেসবুকে পোস্ট দিয়ে এনসিপির দুই নেতার পদত্যাগ

Date:

Share post:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শরীয়ত লা সমন্বয় কমিটির দুই নেতা পদত্যাগ করেছেন। শুক্রবার (১ আগস্ট) রাতে ওই দুই নেতা নিজেদের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে এ ঘোষণা দেন। ষয়টি নিয়ে জেলার বিভিন্ন মহলে আলোচনা-সলোচনা চলছে।

এই দুজন হলেন- জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী ও ডামুড্যা উপজেলা কমিটির ান সমন্বয়কারী তারিকুল ইসলাম এবং জেলা কমিটির সদস্য পলাশ খান। তারা ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগের কথা জানিয়েছেন। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে লিখিত পদত্যাগপত্র জমা দেননি।

এনসিপি সূত্রে জানা যায়, গত ১২ জুলাই জাতীয় নাগরিক পার্টির শরীয়তপুর জেলা সমন্বয় কমিটি গঠিত হয়। ৩৩ সদস্যের এই কমিটিতে স্বাক্ষর করেন দলটির সদস্যসচিব আখতার হোসেন ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। কমিটিতে প্রধান সমন্বয়কারী করা হয় আইনজীবী মোহাম্মদ রুহুল আমিনকে। যুগ্ম সমন্বয়কারী করা হয় ৯ জনকে ও সদস্য রাখা হয় ২৩ জনকে। পদত্যাগকারী তারিকুল ইসলাম ও পলাশ খান যথাক্রমে কমিটির যুগ্ম সমন্বয়কারী ও সদস্য ছিলেন।

তারিকুল ইসলাম নিজের ফেসবুক পোস্টে লেখেন, ব্যক্তিগত কারণে আমি এনসিপির সব ধরনের দায়িত্ব ও কার্যক্রম থেকে অব্যাি নিচ্ছি। সবাই আমার পাশে ছিলেন, কৃতজ্ঞতা জানাই।

পলাশ খান তার পোস্টে লেখেন, জাতীয় নাগরিক পার্টির শরীয়তপুর জেলা সমন্বয় কমিটির সদস্যপদ থেকে পদত্যাগ করছি। এটি একটি আবেগঘন সিদ্ধান্ত। তবে স এসেছে কিছু বিষয়ে স্পষ্ট অবস্থান নেওয়ার।

এদিকে পদত্যাগের কারণ জানতে চাইলে তারিকুল ইসলাম েন, আমি বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত। সেখানে সময় দিতে হয়। ব্যক্তিগত কারণে এনসিপি থেকে পদত্যাগ করেছি। ব্যক্তিগত কারণ ব্যক্তিগতই থাকুক, তা বাইরে বলতে চাই না। এ মুহূর্তে এনসিপির সঙ্গে আমার কোনো ধরনের সম্পর্ক নেই। যদিও এখনো লিখিতভাবে পদত্যাগপত্র জমা দিইনি, শিগগিরই তা দেবো।

এ বিষয়ে পলাশ খান বলেন, এনসিপি আমার কাছে শুধু রাজনৈতিক প্ল্যাটফর্ম নয়, এটি আবেগের জায়গা। কিন্তু জেলা কমিটি গঠনে কোনো আলোচনার সুযোগ রাখা হয়নি। দু-একজনের ইচ্ছায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হয়েছে। সেই আপত্তি থেকেই অব্যাহতির সিদ্ধান্ত নিয়েছি। ভবিষ্যতে এনসিপিতে থাকা না-থাকার বিষয়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কথা বলবো।

জেলা কমিটির প্রধান সমন্বয়কারী মোহাম্মদ রুহুল আমিন বলেন, আমি মাধ্যমে তাদের পদত্যাগের ঘোষণা দেখেছি। তবে এখনো দলীয় নিয়ম অনুযায়ী কোনো আনুষ্ঠানিক পদত্যাগপত্র জমা পড়েনি। কেন তারা পদত্যাগ করছেন, তা- ও আমাকে জাো হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

জুলাই গণহত্যা: শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু কাল, হতে পারে লাইভ সম্প্রচার

জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আগামীকাল। একইসঙ্গে...

জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত, ৫ আগস্ট জাতির সামনে উপস্থাপন

জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করা হয়েছে। আগামী ৫ আগস্ট জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করবে অন্তর্বর্তী সরকার। শনিবার (০২...

হাসপাতালে জামায়াত আমির, চলছে ওপেন হার্ট সার্জারি

বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বাইপাস সার্জারির জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার হার্টে ৫টি ব্লক...

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যায় কুয়ানতান শহরের কাছে মহাসড়কের...