বিএনপির একাংশ ফুঁ দিলে বাতাসে উড়ে যাবে এনসিপি: শাহিন শওকত

Date:

Share post:

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাড. সৈয়দ শাহিন শওকত বলেছেন, গতকালকে বিএনপির জনসভায় যে ৫০ লাখ জনসমাগম হয়েছে, তারা ফুঁ দিলেই এনসিপি ও বাকি দলগুলো কোায় উড়ে যা বাতাসে তার নিশানা পাবে না।

শুক্রবার (৩০ মে) সন্্যায় চাঁপাইনবাবগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী স্ণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের আয়োজনে নবাবগঞ্জ সরকারি অডিটোরিয়ামে এ সভা ও মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অ্যাড. সৈয়দ শাহিন শওকত আরও বলেন, ‘আজকে এনসিপির ছোট ছোট বাচ্চারা শত শত কোটি টাকার মালিক হয়েছে। বিএনপিকে ভয় দেখাও। বিএনপি গতকালকে যে জনসভা করেছে, সেখানে মাত্র তিনটি সংগঠনের যে পরিমাণ লোকসমাগম হয়েছে, এই ৫০ লাখ লোক ফুঁ দিলে তোমাদের এনসিপি ও বাকি দলগুলো কোথায় উড়ে যাবে বাতাসে নিশানা পাবে না। আগে বিএনপির একটি ওয়ার্ডের নেতা হওয়ার যোগ্যতা অর্জন কর, তারপরে স্বপ্ন দেখো। আমরা চাই ক্ষমতাতে তোমরা আমাদের সঙ্গে থাকো। কিন্তু ছোট বাচ্চা ছেলে অনেক কিছুই েগে বলে ফেলো।’

অ্যাড. সৈয়দ শাহিন শওকত বলেন, ‘ইউনুস সাহেব আপনি শান্তিতে পেয়েছেন, আপনাকে সম্মান দিতে চাই। সম্মান রক্ষা করতে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিয়ে দেন। ভোট করার ইচ্ছে থাকলে আসেন, জনগণের সঙ্গে মিশেন। ভোট করে নির্বাচিত হয়ে প্রেসিডেন্ট হন আমরা মেনে নেব। আর যদি ভোট নিয়ে পাঁয়তারা করে জনগণের ভোটাধিকার বঞ্চিত করার অপচেষ্টা করেন তাহলে দেশের জনগণ ক্ষমা করবে না।’

বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ‘আপনাদের আগাম বলে রাখি, সকলেই প্রস্তুত থাকবেন। যদি বাড়াবাড়ি হয়, আন্দোলনের ডাক আসে, আবারও আন্দোলন শুরু হবে। সেই আন্দোলন বেশি নয়, ৪৮ ঘণ্টার আন্দোলন হবে। এতেই সবকিছু মিশে যাবে। অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সেই দিকে ঠেলে দেবেন না। আমরা চাই গণতান্ত্রিক ফিরিয়ে এনে সুন্দর বাংলাদেশের জন্য যারা ১৭ বছরের ত্যাগ স্বীকার করে ভোটের জন্য অপেক্ষায় আছে, তাদের ভোটের অধিকার ফিরিয়ে দিলে ক্ষমতায় যে আসবে তাকেই আমরা মেনে নেব।’

দলের যেসব নেতাকর্মী তারেক রহমানের নির্দেশনা অমান্য করবে ভবিষ্যতে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক া নেয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. হায়াত উদ্দৌলার সভাপতিত্বে স্মরণসভার প্রধান বক্তা ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ রফিকুল ইসলাম।

জেলা বিএনপির সদস্য সারোয়ার জাহানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম তুহিন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তারিক আহমেদ, সদস্য আবু তাহের খোকন ও ইসমাইল বিশ্বাস প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

গোপালগঞ্জে আরও বাড়ল কারফিউয়ের সময়

গোপালগঞ্জে আবারও বাড়ানো হয়েছে কারফিউয়ের সময়সীমা। আগামীকাল সকাল পর্যন্ত জেলায় কারফিউ বলবৎ থাকবে। শনিবার (১৯ জুলাই) জেলা ম্যাজিস্ট্রেটের...

জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে দেখতে হাসপাতালে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১৯ জুলাই)...

রংপুরে গ্যাসস্টেশনে বিস্ফোরণে নিহত ১, আহত ২০

রংপুরে একটি এলপিজি গ্যাস স্টেশনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত...

সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের সমাবেশ চলছে

সাত দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ শুরু হয়েছে। আজ শনিবার দুপুর সোয়া ২টার...