রকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ-২০২৫ প্রত্যাহারের দাবিতে কর্মচারীদের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে সচিবালয়ে দেয়া হয়েছে বাড়তি নিরাপত্তাব্যবস্থা।
অন্যান্য দিনগুলোতে পুলিশ ও এপিবিএন থাকলেও আজ বিশেষভাবে মোতায়েন করা হয়েছে বিজিবি ও সোয়াট।
মঙ্গলবার (২৭ মে) সকালে সচিবালয় এলাকায় গিয়ে এমন চিত্র দেখা গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, সকাল ৮টা থেকে সচিবালয় এলাকার নিরাপত্তা জোরদার করার জন্য পুলিশ, এপিবিএন, বিজিবি ও সোয়াট উপস্থিত হলেও সকাল সাড়ে ১০ টার দিকে র্যাব এসে যুক্ত হয়েছে। সচিবালয়ের নিরাপত্তার জন্য র্যাবের দুইটি টিম টহলরত রয়েছে বলেও জানা গেছে।
সরেজমিনে দেখা যায়, সচিবালয়ের মূল গেইট ছাড়া অন্যান্য গেইটগুলোতে সোয়াট, পুলিশ, এপিবিএন’র বাড়তি নিরাপত্তা দেখা গেছে। এছাড়াও পুলিশের এপিসি কার থাকতেও দেখা গেছে।
এসময় সচিবালয়ের মূল গেইটে দায়িত্বরত থাকা পুলিশের একজন সদস্য জানান, আজ সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারী ছাড়া দর্শনার্থীর প্রবেশ নিষেধ। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত আমরা আমাদের দায়িত্ব পালন করে যাবো।
উল্লেখ্য, গতকাল সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিলো আজ (মঙ্গলবার) সচিবালয়ে সব ধরনের দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকবে।