ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলে বেসামরিক এক বাসে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত নয়জন নিহত হয়েছে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে শনিবার এই তথ্য জানিয়েছে বিবিসি।
সুমির আঞ্চলিক সামরিক প্রশাসন জানিয়েছে, শনিবার সকালে এই হামলায় আরও চারজন আহত হয়েছে। বাসটি সুমির আঞ্চলিক রাজধানীর দিকে যাচ্ছিল, পথিমধ্যে হামলার শিকার হয়। এই অঞ্চলটি রাশিয়ার সীমান্তের কাছাকাছি।
বিবিসি বলছে, ২০২২ সালের পর গতকাল রাশিয়া ও ইউক্রেনের কর্মকর্তাদের মধ্যে তুরস্কে সরাসরি বৈঠকের কয়েক ঘণ্টা পর এই হামলা হলো। তবে এই বৈঠকে ফলপ্রসূ কোনও সিদ্ধান্ত আসেনি।
ইউক্রেনের ন্যাশনাল পুলিশ বাসের এই হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে উল্লেখ করেছে। তবে সরাসরি বাসে হামলার বিষয়ে কোনও মন্তব্য করেনি রাশিয়া।
দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা সুমিতে একটি সামরিক মঞ্চায়ন এলাকায় হামলা চালিয়েছে।
এক বিবৃতিতে ইউক্রেনের পুলিশ বলেছে, রাশিয়ান সেনাবাহিনী আবার সামরিক বস্তুকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। প্রাথমিক তথ্যের বরাতে সুমির আঞ্চলিক প্রধান ওলেহ হ্রিহোরভ বলেছেন, শনিবার স্থানীয় সময় ৬টা ১৭ মিনিটে রাশিয়ারন ল্যানসেট ড্রোন দিয়ে বাসে হামলা চালানো হয়েছে।
তিনি এই হামলাকে অমানবিক বলে উল্লেখ করেছেন।