পাকিস্তানে হামলার ভুয়া ভিডিও প্রচার, ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক

Date:

Share post:

ভাত-পাকিস্তান দ্ধ য়ে ্প্রতিক উত্তেজনার মধ্যে অতিরঞ্জিত ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে বিভিন্ন সংবাদমাধ্যমের বিরুদ্ধে।

এমন প্রেক্ষাপটে এবার বিতর্কের কেন্দ্রে এসেছেন ভারতের প্রখ্যাত ইংরেজি দৈনিক দ্য হিন্দুর সম্পাদক স্ট্যানলি জনি।

সম্প্রতি এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে দেওয়া এক রিটুইটে তিনি এমন একটি ভিডিও শেয়ার করেন, যেখানে দাবি করা হয়েছিল- ভারতীয় নৌবাহিনী পাকিস্তানের বন্দরনগরী করাচিতে হামলা চালিয়েছে।

ভিডিওটির ভাষ্য দেখে অনেকেই ধরে নেন, এটি বাস্তব কোনো ঘটনার চিত্র। কিন্তু পরে জানা যায়, ভিডিওটি ছিল সম্পূর্ণ ভুয়া। এই ভুল তথ্য ছড়ানোর বিষয়টি স্বীকার করে স্ট্যানলি জনি প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেন।

সোমবার (১২ মে) রাতে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাাল এ খবর নিশ্চিত করে জানায়, তিনি সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চেয়েছেন তার রিটুইট করা ভুয়া ভিডিওর জন্য।

এক্সে দেওয়া এক পোস্টে স্ট্যানলি জনি লিখেছেন, চারপাশে ঘন কুয়াশার মতো ছড়িয়ে আছে প্রচার-প্রোপাগান্ডা। আমি সবসময় চেষ্টা করি যাচাইকৃত তথ্য নিয়েই টুইট করতে এবং ষড়যন্ত্রতত্ত্ব এড়িয়ে চলতে। কিন্তু কখনো কখনো রিটুইট করার সময় ধরে নিই, অন্য প্ল্যাটফর্ম যা দিচ্ছে তা হয়তো সত্যিই সত্য।

তিনি আরও বলেন, (করাচিতে হামলার) এই ভিডিওটি ভুল তথ্য ছিল। এ নিয়ে আমি আপনাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি।

ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সামরিক উত্তেজনার পটভূমিতে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে বিভ্রান্তিকর তথ্য, যার বেশিরভাগই যাচাইবিহীন।

এর মধ্যে এমন একজন অভিজ্ঞ ও দায়িত্বশীল সাংবাদিকের ভুয়া তথ্য শেয়ার করা গণমাধ্যমের দায়িত্ব ও সোশ্যাল মিডিয়ার প্রভাব নিয়ে করে আলোচনার জন্ম দিয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এমন তে সাংবাদিকদের আরও বেশি সতর্কতা অবলম্বন করা উচিত, কারণ তাদের ছড়ানো একটি ভুল তথ্যও দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়িয়ে দিতে পারে।

এদিকে স্ট্যানলি জনির প্রকাশ্য ক্ষমা চাওয়া একদিকে যেমন পেশাদারিত্বের পরিচয়, তেমনি এটি সাংবাদিকদের জন্য সতর্কবার্তা হিসেবেও বিবেচিত হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

সৌদি সফরে প্রেসিডেন্ট ট্রাম্প, শুরু হলো শীর্ষ বৈঠক

মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে সৌদি আরবে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (১৩ মে) স্থানীয় সময় বিকেলে সৌদির রাজধানী...

দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

দেশের চারটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ...

চট্টগ্রামে আওয়ামী লীগ নেত্রী ফারমিন গ্রুপের চেয়ারম্যান জিনাত সোহানা গ্রেফতার

বায়েজিদ থানার ওসি মো. আরিফুর রহমান জানিয়েছেন, জিনাত সোহানা গত বছরের ৪ ডিসেম্বর চট্টগ্রাম আদালত চত্বরে পুলিশের সঙ্গে...

জানা গেল এতদিন কোথায় লুকিয়ে ছিলেন মমতাজ

মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১২...