পাকিস্তানে হামলার ভুয়া ভিডিও প্রচার, ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক

Date:

Share post:

ভারত-পাকিস্তান যুদ্ধ সাম্প্রতিক উত্তেনার মধ্যে অতিরঞ্জিত ও ভুয়া তথ্য ড়ানোর অভিযোগ উঠেছে বিভিন্ন সংবাদমাধ্যমের ্ধে।

এমন প্রেক্ষাপটে এবার বিতর্কের কেন্দ্রে এসেছেন ভারতের প্রখ্যাত ইংরেজি দৈনিক দ্য হিন্দুর পররাষ্ট্র বিষয়ক ্পাদক ্যানলি জনি।

সম্প্রতি এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে দেওয়া এক রিটুইটে তিনি এমন একটি ভিডিও শেয়ার করেন, যেখা দাবি করা হয়েছিল- ভারতীয় নৌবাহিনী পাকিস্তানের বন্দরনগরী করাচিতে হামলা চালিয়েছে।

ভিডিওটির ভাষ্য দেখে অনেকেই ধরে নেন, এটি বাস্তব কোনো ঘটনার চিত্র। কিন্তু পরে জানা যায়, ভিডিওটি ছিল সম্র্ণ ভুয়া। এই ভুল তথ্য ছড়ানোর বিষয়টি স্বীকার করে স্ট্যানলি জনি প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেন।

সোমবার (১২ মে) রাতে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল এ খবর নিশ্চিত করে জানায়, তিনি সোশ্যাল মিডিয়ায় চেয়েছেন তার রিটুইট করা ভুয়া ভিডিওর জন্য।

এক্সে দেওয়া এক পোস্টে স্ট্যানলি জনি লিখেছেন, চারপাশে ঘন কুয়াশার মতো ছড়িয়ে আছে প্রচার-প্রোপাগান্ডা। আমি সবসময় চেষ্টা করি যাচাইকৃত তথ্য নিয়েই টুইট করতে এবং ষড়যন্ত্রতত্ত্ব এড়িয়ে চলতে। কিন্তু কখনো কখনো রিটুইট করার সময় ধরে নিই, অন্য প্ল্যাটফর্ম যা দিচ্ছে তা হয়তো সত্যিই সত্য।

তিনি আরও বলেন, (করাচিতে হামলার) এই ভিডিওটি ভুল তথ্য ছিল। এ নিয়ে আমি আপনাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি।

ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সামরিক উত্তেজনার পটভূমিতে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে বিভ্রান্তিকর তথ্য, যার বেশিরভাগই যাচাইবিহীন।

এর মধ্যে এমন একজন অভিজ্ঞ ও দায়িত্বশীল সাংবাদিকের ভুয়া তথ্য শেয়ার করা গণমাধ্যমের দায়িত্ব ও সোশ্যাল মিডিয়ার প্রভাব নিয়ে করে আলোচনার জন্ম দিয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এমন পরিস্থিতিতে সাংবাদিকদের আরও বেশি সতর্কতা অবলম্বন করা উচিত, কারণ তাদের ছড়ানো একটি ভুল তথ্যও দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়িয়ে দিতে পারে।

এদিকে স্ট্যানলি জনির প্রকাশ্য ক্ষমা চাওয়া একদিকে যেমন পেশাদারিত্বের পরিচয়, তেমনি এটি সাংবাদিকদের জন্য সতর্কবার্তা হিসেবেও বিবেচিত হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

চট্টগ্রামে একদিনে আরও ১০ জনের করোনা শনাক্ত

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে আরও ১০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের...

ইশরাক হোসেনের বিরুদ্ধে ‘ক্রিমিনাল অফেন্সের’ অভিযোগ আসিফ মাহমুদের

শপথ না নিয়েই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে প্রশাসনিক কর্মকর্তা - কর্মচারীদের বিভিন্ন সভায় অংশ নিয়ে বিএনপি...

প্রশংসায় ভাসছেন ইরানের সাহসী নারী সংবাদপাঠিকা সাহার ইমানি

ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠেছিল ইরানের রাষ্ট্রীয় টিভি সম্প্রচার কেন্দ্র। খ্যাতিমান উপস্থাপিকা সাহার ইমানির সংবাদ পাঠ চলার মধ্যেই...

মোসাদের আস্তানা ও সেনাবাহিনীর ওপর ইরানের হামলা

ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান। দেশটি জানিয়েছে, এবার মোসাদের আস্তানা ও ইসরায়েলের সেনাবাহিনীকে নিশানা করে হামলা চালানো হয়েছে। মঙ্গলবার (...