শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল আজ

Date:

Share post:

জুলাই-আগস্টের র ঘটনায় তাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রেখ হাসিনার বিরুদ্ধে আজ সোমবার (১২ মে) তদন্ত প্রতিবেদন দাখিল করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

এ তথ্য জানিয়েছেন ট্রাইব্যুনালের িফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। রোববার রাতে এক ফেসবুক পোস্টে তিনি বলেন, “আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত প্রতিবেদন আগামী সোমবার চিফ প্রসিকিউটরের কাছে জমা দেবে বলে আশা করছি।”

তিনি আরও জানান, প্রতিবেদন দাখিলের পর ‘ফরমাল চার্জ’ দাখিলের মধ্য দিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে আষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হবে। এ ছাড়া চানখারলে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় সিনিয়র পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ইতোমধ্যে দাখিল হয়েছে। সেই মামলায়ও চলতি সপ্তাহে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের প্রস্তুতি চলছে।

এর আগে, গত ১৮ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক আদেশে এই মামলার তদন্ত ২০ এপ্রিলের মধ্যে সম্পন্ন করতে নির্দেশ দেয়। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ নির্দেশ দেন। প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন অতিরিক্ত চিফ প্রসিকিউটর মিজানুল ইসলাম।

গত বছরের ১৭ ডিসেম্বর দায়ের করা মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ মোট ৪৬ জনকে অভিযুক্ত করা হয়। অভিযোগপত্রে বলা হয়, ২০২৪ সালের জুলাই ও আগস্ট মাসে ছাত্র ও সাধারণ মানুষের ওপর ‘নির্বিচার দপীড়ন ও সহিংসতা’ চালানো হয়, যার ফলে প্রাণ হারান প্রায় দেড় হাজার মানুষ। সেসময়ের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ‘পরিকল্পিত হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধ’-এর অভিযোগ আনা হয়। সরকার পরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকার এই ঘটনাগুলোর তদন্ত ও বিচার প্রক্রিয়া শুরু করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

গাজায় গণহত্যা চলছেই, একদিনে ইসরায়েলি হামলায় ১৪০ ফিলিস্তিনি নিহত

গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অবরুদ্ধ গাজা উপত্যকায় কমপক্ষে ১৪০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের বরাতে...

ইসরায়েলকে শাস্তির হুমকি দিয়ে ভাষণ শুরু করলেন খামেনি

ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে জাতির উদ্দেশে টেলিভিশনে ভাষণ দিচ্ছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ভাষণের...

ট্রাম্পের নিঃশর্ত আত্মসমর্পণের ডাক প্রত্যাখ্যান করলেন ইরানের খামেনি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানকে নিঃশর্তে আত্মসমর্পণ করার যে আহ্বান জানিয়েছিলেন তা প্রত্যাখ্যান করেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা...

৪০০টির বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, ৪০টির বেশি লক্ষ্যবস্তু নিশ্চিত ক্ষতিগ্রস্ত: ইসরায়েল

ইসরায়েলি সরকারের প্রেস অফিস এক বিবৃতিতে দাবি করেছে, গত ১৩ জুন থেকে ইরান ৪০০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং...