শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল আজ

Date:

Share post:

জুলাই-আগস্টের গণত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক ্রী শেখ হাসিনার বিরুদ্ধে আজ সোমবার (১২ মে) তদন্ত প্রতিবেদন দাখিল করবে আন্তর্জাতিক অপরাধ াইব্যুনালের তদন্ত সংস্থা।

এ তথ্য জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। রোববার রাতে এক ফেসবুক পোস্টে তিনি বলেন, “আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণর তদন্ত প্রতিবেদন আগামী সোমবার চিফ প্রসিকিউটরের কাছে জমা দেবে বলে আশা করছি।”

তিনি আরও জানান, প্রতিবেদন দাখিলের পর ‘ফরমাল চার্জ’ দাখিলের মধ্য দিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হবে। এ ছাড়া চানখারপুলে সংঘটিত ের ঘটনায় সিনিয়র পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ইতোমধ্যে দাখিল হয়েছে। সেই মামলায়ও চলতি সপ্তাহে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ুতি চলছে।

এর আগে, গত ১৮ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক আদেশে এই মামলার তদন্ত ২০ এপ্রিলের মধ্যে সম্পন্ন করতে নির্দেশ দেয়। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. ম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ নির্দেশ দেন। প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন অতিরিক্ত চিফ প্রসিকিউটর মিজানুল ইসলাম।

গত বছরের ১৭ ডিসেম্বর দায়ের করা মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ মোট ৪৬ জনকে অভিযুক্ত করা হয়। অভিযোগপত্রে বলা হয়, ২০২৪ সালের জুলাই ও আগস্ট মাসে ছাত্র ও সাধারণ মানুষের ওপর ‘নির্বিচার দমনপীড়ন ও সহিংসতা’ ো হয়, যার ফলে প্রাণ হারান প্রায় দেড় হাজার মানুষ। সেসময়ের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ‘পরিকল্পিত হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধ’-এর অভিযোগ আনা হয়। ার পরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন কার এই ঘটনাগুলোর তদন্ত ও বিচার প্রক্রিয়া শুরু করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

সামাজিক মাধ্যমে আওয়ামী লীগের পক্ষে কথা বললেই গ্রেপ্তার

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় দলটির নেতাকর্মীদের গ্রেপ্তারে আর আইনি জটিলতা নেই বলে জানিয়েছে পুলিশ। এত দিন নিষিদ্ধ...

জামায়াত-শিবিরকে কাজে লাগানো শেষে এখন তাদেরকে পাকিস্তানপন্থি বলে চালিয়ে দাওয়ার চেষ্টা

আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য আন্দোলন সফল হওয়ার পরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা জামায়াত-শিবিরের তকমা থেকে বের হতে...

শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রী তামান্না শারমিনকে গ্রেপ্তার করেছে বাকলিয়া থানা

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের স্ত্রী তামান্না শারমিনকে গ্রেপ্তার করেছে বাকলিয়া থানা পুলিশ। শনিবার (১০ মে)...

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে বিচারকাজ শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়েছে। আজ শনিবার রাতে...