যুক্তরাজ্যের লন্ডনে উন্নত চিকিৎসা শেষে প্রায় চার মাস পর দেশের পথে রওনা হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ছেলে তারেক রহমান নিজেই গাড়ি ড্রাইভ করে মাকে হিথ্রো বিমানবন্দরের নিয়ে আসেন।বিমানবন্দরের ধূসর আকাশে যেন আবেগের এক ছায়া নেমে এলো।সময় থমকে দাঁড়ায় মুহূর্তে মায়ের হৃদয় ছেলের হাত থেকে সরে যেতে চায় না। আবেগ সেখানে কেবল শব্দের অতীত এক নীরব কবিতা। খালেদা জিয়ার কাঁদো কাঁদো চোখে বিদায়ের আর্তনাদ। বিদায় বেলায় উদ্ভূত হয় এক আবেগঘন পরিবেশের। পাশে দাঁড়িয়ে হাসোজ্জ্বোল আছেন পুত্রবধূ জুবাইদা রহমান।
কাতারের আমিরের দেওয়া বিশেষ বিমানে (এয়ার অ্যাম্বুলেন্স) বেগম জিয়া দেশে ফিরছেন।খালেদা জিয়ার সঙ্গে তার দুই পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমানও দেশে আসছেন। মঙ্গলবার (৬ মে) বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন সাবেক এই প্রধানমন্ত্রী।বিমানবন্দর থেকে সরাসরি গুলশানের বাসা ‘ফিরোজা’য় উঠবেন তিনি।
উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়া বাংলাদেশ থেকে গত ৭ জানুয়ারি রওনা দিয়ে ৮ জানুয়ারি লন্ডন পৌঁছান। লন্ডন ক্লিনিকে টানা ১৭ দিন চিকিৎসাধীন থাকার পর ২৫ জানুয়ারি খালেদা জিয়াকে তার ছেলে তারেক রহমানের বাসায় লন্ডনের ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, ম্যাডাম ঢাকার উদ্দেশে হিথ্রো বিমানবন্দরে যাচ্ছেন। তার ছেলে তারেক রহমান নিজের গাড়িতে করে ওনার মাকে নিয়ে যাচ্ছেন। এই গাড়িতে সামনের আসনে আছেন বেগম খালেদা জিয়া। পেছনের সিটে আছেন দুই পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান।