দিনাজপুরের বিরল উপজেলার ধর্মজান সীমান্ত এলাকা থেকে জমিতে ধান কাটার সময় বাংলাদেশী দুজন কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ সদস্যরা। ২ মে শুক্রবার দুপুরে তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়।
এদিকে ওই ঘটনার প্রতিক্রিয়ায় বাংলাদেশে অভ্যন্তরে প্রবেশ করলে ২ ভারতীয় কৃষককে আটক করে স্থানীয়।
জানা গেছে, আজ দুপুরে পার্শ্ববর্তী কারুলিয়া পাড়া গ্রামে মাসুদ রানা ও এনামুল হক স্থানীয় জোতদার রিয়াজুল ইসলামের ধান কাটার কাজ করছিল। এ সময় বিএসএফ সদস্যরা তাদেরকে ধরে নিয়ে যায়।
খবর পেয়ে ৪২ বিজেপির পক্ষে বিএসএফের কাছে পতাকা বৈঠকের জন্য চিঠি দেওয়া হয়। এতে ভারতের বিএসএফ এর ১০ ক্যাম কর্তৃপক্ষ কোন কর্ণপাত করেনি।
এদিকে বাংলাদেশে অভ্যন্তরে প্রবেশ করলে স্থানীয় জনগণ দুজন ভারতীয় কৃষককে আটক করে নিজেদের হেফাজতে নিয়ে রাখে। তাদের দাবি, বাংলাদেশি দুজনকে ফেরত দিলে ভারতীয়দেরকে ফেরত দেওয়া হবে।