সময় ডেস্ক
টাঙ্গাইলের কালিহাতি উপজেলার এলেঙ্গায় একটি শোরুম উদ্বোধনের জন্য চিত্রনায়িকা পরীমণির আগমনের কথা থাকলেও হেফাজতে ইসলামসহ স্থানীয় ধর্মীয় সংগঠনগুলোর বিরোধ ও আন্দোলনের মুখে অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারি) বিকেল সাড়ে তিনটায় এলেঙ্গার টিন মার্কেট এলাকায় শোরুমটির উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা ছিল। গত ১৫ দিন ধরে শোরুম কর্তৃপক্ষ মাইকিং করে পরীমণির উপস্থিতির ঘোষণা দিলেও গত কয়েকদিন ধরে হেফাজতে ইসলাম ও স্থানীয় ধর্মীয় নেতারা তার আগমনের বিরোধিতা করে কর্মসূচি ও আন্দোলন শুরু করেন।
শোরুমের মালিক মীর মাসুদ রানা জানান, ‘‘পরীমনির উপস্থিতি নিয়ে হেফাজতে ইসলামের নেতারা আপত্তি জানান এবং স্থানীয় মসজিদে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। পুলিশের পরামর্শ ও কোম্পানির সঙ্গে আলোচনা করে অনুষ্ঠান স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।”
হেফাজতে ইসলামের টাঙ্গাইল জেলা শাখার যুব-বিষয়ক সম্পাদক মুফতি সুলাইমান হাবিব তার ফেসবুক পোস্টে লেখেন, ‘‘স্থানীয় ধর্মপ্রাণ মানুষের চাপে শোরুম কর্তৃপক্ষ অনুষ্ঠানটি বাতিল করেছে। আমরা তাদের এই উদ্যোগকে স্বাগত জানাই।”
কালিহাতি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া জানান, ‘‘ধর্মীয় সংগঠনগুলোর আপত্তির কারণে পরিস্থিতি জটিল হওয়ার আশঙ্কায় শোরুম কর্তৃপক্ষ অনুষ্ঠান বাতিল করেছে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাত হুসেইন জানান, ‘‘শর্তসাপেক্ষে অনুমতি দেওয়া হলেও শোরুম কর্তৃপক্ষ পরিস্থিতি বিবেচনা করে অনুষ্ঠান বাতিল করেছে।”
ধর্মীয় বিরোধ ও হেফাজতে ইসলামের আন্দোলনের কারণে জনপ্রিয় অভিনেত্রী পরীমণির শোরুম উদ্বোধন বাতিল হওয়ার বিষয়টি এলাকাজুড়ে তীব্র আলোচনার জন্ম দিয়েছে।