সহকারী শিক্ষকদের দশম গ্রেডের বেতন স্কেল বাস্তবায়নের দাবি জানিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা

Date:

Share post:

সহকারী শিক্ষকের দশম ্রেডের বেতন স্কেল বাস্তবায়নের দাবি জানিয়েছেন সরকারি প্রামিক বিদ্যালয়ের শিক্ষকেরা।

শুক্রবার (২৪ জানুয়ারি) াকার কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়ে তারা এই দাবি তুলে ধরেন।

সকাল ১০টা থেকে বিপুলসংখ্যক শিক্ষকের অংশগ্রহণে আন্দোলন শু হয়। তারা যুক্তি দিয়েছেন, তাদের বর্তমান তৃতীয় শ্রেণির কর্মচারী হিসেবে শ্রেণিবদ্ধকরণ অন্যায় এবং শিক্ষকতা পেশার জন্য অবমাননাকর।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আন্দোলনরত শিক্ষকেরা সরকারকে আল্টিম ও হুঁশিয়ারি দিয়ে বলেন, দুপুর ২টার মধ্যে দাবি ায় করা না হলে আন্দোলন আরও বাড়বে। বিকেল সাড়ে ৩টার দিকে তারা শাহবাগের দিকে অগ্রসর হলে শাহবাগ থানার কাছে পুলিশের ব্যারিকেডের মুখোমুখি হন। বাধায় দমে না গিয়ে তারা ব্যারিকেডের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যান।

বিক্ষোভ চলার সময় এক শিক্ষক বলেন, “াদের তৃতীয় শ্রেণির কর্মচারী হিসেবে বেতন দেওয়া হয়, যা আমরা শিক্ষক হিসেবে মেনে নিতে পারি না। দশম গ্রেড আমাদের দাবি।”

সুনামগঞ্জের বারুইহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ফরহাদ হোসেন একই সুরে বলেন, “আমরা শিক্ষক সমাজের অংশ। আমরা কেন তৃতীয় শ্রেণিতে থাকব? শিক্ষকদের তৃতীয় শ্রেণির মধ্যে রেখে দেশ গড়া সম্ভব নয়।”

এই িবেদন লেখা পর্যন্ত শিক্ষকদের দাবির বিষয়ে সরকারের প্রতিনিধিদের পক্ষ থেকে ানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। শাহবাগের পরিস্থিতি উত্তেজনাপূর্ণ রয়েছে। শিক্ষকেরা তাদের দাবি আদায়ের আশ্বাস না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত থেকে গাজীপুরসহ সারাদেশে অভিযান

শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত থেকে গাজীপুরসহ সারাদেশে অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই অভিযানের নাম দেয়া হয়েছে 'অপারেশন...

বাংলাদেশ পুলিশের একজন ডিআইজি ও তিনজন পুলিশ সুপারকে আটক

বাংলাদেশ পুলিশের একজন ডিআইজি ও তিনজন পুলিশ সুপারকে আটক করা হয়েছে। শুক্রবার রাতে পুলিশের বিভিন্ন ইউনিট থেকে তাদের...

শেষের নাটকীয়তার পরও রেকর্ড গড়ে আবার চ্যাম্পিয়ন বরিশাল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালে প্রথমে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহের পর প্রথমবার শিরোপা জয়ের স্বপ্ন দেখেছিল চিটাগাং...

বিবিসি বাংলার সমালোচনা করার জন্য দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

বিবিসি বাংলার সমালোচনা করার জন্য দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি...