স্থানীয় প্রতিনিধি
চট্টগ্রামের রাউজানে গাছের গাড়ি ছিনতাইকারীর হামলায় তিনজন গুলিবিদ্ধের ঘটনা ঘটেছে। এদিকে চালককেসহ ছিনতাইকৃত গাছের গাড়িটি উদ্ধার করে মালিকের নিকট হস্তান্তর করেছে রাউজান থানা পুলিশ।
জানা যায়, ২৫ ডিসেম্বর (বুধবার) রাতে উপজেলার কদলপুর ইউনিয়নের আশরাফ শাহ (রা.) মাজার গেইটের সামনে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন, পাহাড়তলী ইউনিয়নের বদুপাড়া গ্রামের প্রয়াত আব্দুল বারেকের ছেলে জামাল উদ্দিন (৫৫), বাগোয়ানের গশ্চি গ্রামের আবু তাহেরের ছেলে মো. মামুন (৩২) ও আবুল হোসেনের ছেলে মাহবুব আলম (৩০)।
রাউজানে গুলিবিদ্ধের ঘটনায় আহত তিনজনের মধ্যে দুইজন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন চমেক পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক আলাউদ্দিন।
আহত জামাল উদ্দিনকে জামাল উদ্দিন বড় ভাই মোজাম্মেল জানান, গত বুধবার রাতে আমাদের এক নিকটাত্মীয়ের মালিকানাধিন গাছের গুঁড়ি ভর্তি একটি নছিমন রাঙ্গুনিয়ার শিলক হতে চট্টগ্রাম নগরীর বলিরহাট নিয়ে যাওয়ার পথে পাহাড়তলী চৌমুহনী পৌঁছালে অস্ত্রধারী একদল দুর্বৃত্ত গাড়িটি ছিনতাই করে উত্তরে কদলপুরের আশরাফ শাহ (রা.) মাজার গেটের ভিতরে নিয়ে যায়।
আত্মীয়রা বিষয়টি খোঁজ নিতে বললে আমার ভাই অটোরিকশা যোগে সেখানে গেলে ছিনতাইকারীরা কিছু বুঝে উঠার আগেই গুলিবর্ষণ শুরু করে। এতে জামালসহ আরও দুইজন গুলিবিদ্ধ হন।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম সফিকুল আলম চৌধুরী জানান, গাছের গাড়ি ছিনতাইয়ের তথ্য পেয়ে পুলিশ অভিযান চালিয়ে চালককেসহ ছিনতাইকৃত গাছের গাড়িটি (নছিমন) উদ্ধার করে গাছের মালিক বলিরহাটের ফার্নিচার ব্যবসায়ী মো. ইলিয়াসের নিকট হস্তান্তর করা হয়েছে। তবে গুলিবিদ্ধের ঘটনায় কেউ থানায় লিখিত অভিযোগ বা মামলা করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।