চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানাধীন এনায়েত বাজার এলাকার রানীর দীঘিতে এক যুবকের লাশ ভাসতে দেখে সেটি উদ্ধার করে পুলিশ। অজ্ঞাতনামা আনুমানিক ৩৫ বছর বয়সী এই লাশ শনিবার (২৯ এপ্রিল) সকাল ৯টায় রানির দীঘির পূর্বপাড় থেকে উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির।
তিনি বলেন, রানির দীঘির মাঝখানে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ ভেসে ওঠতে দেখার খবর পেয়ে সকাল ৯টায় গিয়ে মরদেহ উদ্ধার করি। লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গত ২৭ এপ্রিল সকালে আমানত শাহ মাজারের বদর শাহ পুকুর থেকে অজ্ঞাতনামা একব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। ধারনা করা হয়েছিল পানিতে নামতে গিয়ে পা পিছলে পড়ে ডুবে গিয়ে তার মৃত্যু হয়েছে।