আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় বাংলাদেশ (বিকেএফকেএস) চ্যাম্পিয়ন।
ভারতের আগ্রায় সদ্য অনুষ্ঠিত আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় ৫ টি দেশের মধ্যে বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুল, বাংলাদেশ দল চ্যাম্পিয়ন হয়।
গত ৩০-৩১ অক্টোবর’২২ জাপান কারাতে সোতোরিও ইন্ডিয়া আয়োজিত জে কে এস আই ও কে কে আই আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা ২২’এ ৫ টি দেশের মধ্যে বাংলাদেশ বিকেএফকেএস দল কাতা ও কুমিতে তে ৪ টি স্বর্ন, ১ টি রৌপ্য ও ২ টি তাম্র পদক পেয়ে কান্ট্রি বিভাগে চ্যাম্পিয়ন হয়।পদক প্রাপ্তিরা হলো
একক কাতায় জারিফ,স্বর্ন পদক (১৩-১৫ বয়স)
স্বাধীন আহমেদ, স্বর্ন পদক ( সিনিয়র ক্যাটাগরি একক কাতা)
নুরাজ ইউসুফি, স্বর্ন পদক ( ৭-৮ বয়স)
জয়বুন নাহার, স্বর্ন পদক, + ৬৮ কেজি মহিলা
এস এম জারিফ কবীর,কুমিতে রৌপ্য পদক (১৩-১৫ বয়স, -৭৫ কেজি)
রোকন উদ্দিন,তাম্র পদক -৭৫ কেজি সিনিয়র ক্যাটাগরি ও নুরাজ ইউসুফি – কুমিতে তাম্র পদক (৭-৮ বয়সে)।
বাংলাদেশ বিকেএফকেএস কারাতে দলের প্রতিনিধিত্ব করে বাংলাদেশ কারাতে ফেডারেশনের কোচ ও রেফারী সেনসী এ বি রনি। উল্লেখ্য উক্ত কারাতে প্রতিযোগিতায় সেনসী এ বি রনি’কে বেস্ট কারাতে রেফারী এ্যাওয়ার্ড প্রদান করেন আয়োজক, জে কে এস আই ইন্ডিয়া এর সভাপতি নির্মল গোস্বামী ও জেনারেল সেক্রেটারি কিউসি সুরজিত চেহহরী।
অংশগ্রহণকারী দেশগুলো হলো বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান ও ফিলিপাইন।
আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় বাংলাদেশ (বিকেএফকেএস) চ্যাম্পিয়ন
Date:
Share post: