খাতুনগঞ্জে ছুরিকাঘাতে শ্রমিক নিহতের ঘটনায় দু’জনকে গ্রেফতার

Date:

Share post:

নিউজ ডেস্ক :চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার খাতুনগঞ্জে ছুরিকাঘাতে শ্রমিক নিহতের ঘটনায় দু’জনকে গ্রেফতার নকরা হয়েছে। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডে জড়িত মূল আসামিসহ আরও পাঁচ জনকে গ্রেফতারে অভিযান চলছে।

বৃহস্পতিবার দুপুরে নগরীর বাকলিয়া থানার মোজাহের কলোনি থেকে মো. সোহাগ (২২) নামে একজনকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে গভীর রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার কাশীপুর থেকে সাইদুল হোসেন (২২) নামে আরেকজনকে গ্রেফতার করে কোতোয়ালী থানা পুলিশ।

শুক্রবার (২১ অক্টোবর) পুলিশ জানিয়েছে, গ্রেফতার দু’জনসহ হত্যাকাণ্ডে জড়িতদের সবার বাড়ি কুমিল্লা জেলায়। পিকআপ ভ্যান চালানোসহ নিম্ন আয়ের বিভিন্ন পেশায় এরা জড়িত। সবাই থাকে বাকলিয়া এলাকায় বিভিন্ন বস্তিতে।

গত সোমবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় নগরীর কোতোয়ালী থানার খাতুনগঞ্জের চাঁন মিয়া গলিতে মো. মাসুদ নামে এক শ্রমিক ছুরিকাঘাতে গুরুতর আহত হন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে পরদিন ভোরে মারা যান। মাসুদ নিহতের জেরে খাতুনগঞ্জে সকল ধরনের পণ্য ওঠানামা ও ব্যবসায়িক কার্যক্রম বন্ধ করে দেয় শ্রমিকরা। এর ফলে দেশের অন্যতম বড় এই ভোগ্যপণ্যের পাইকারি বাজার দু’দিন ধরে অচল ছিল।

এদিকে নিহত মাসুদের ছেলে মো. বাবুল বাদী হয়ে মোহাম্মদ রাসেল নামে এক পিকআপ চালকসহ তিনজনের নাম উল্লেখ করে কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন।

দুই জনকে গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের নেপথ্যের পুরো ঘটনা উদঘাটন করা হয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মৃণাল কান্তি মজুমদার।

এসআই মৃণাল সময় নিউজকে বলেন, ’মাসুদ ছিলেন পরিবহন থেকে পণ্য লোডিং-আনলোডিংয়ের কাজে নিয়োজিত শ্রমিক। সেখানে শ্রমিকদের একটি বড় অংশের মাঝি বা সর্দার হিসেবেও ছিলেন তিনি। গত ১৭ অক্টোবর সকালে খাতুনগঞ্জের চাঁন মিয়া গলিতে পিকআপ নিয়ে ঢুকছিল রাসেল। গলির মোড়ে পিকআপ ঢোকানো নিয়ে মাসুদের সঙ্গে কথা কাটাকাটি হয় রাসেলের। এসময় মাসুদ তাকে গালিগালাজ করে। রাসেল প্রতিবাদ না করে শুধু তোর খবর আছে, হুমকি দিয়ে সেখান থেকে চলে যায়।’

‘সন্ধ্যার পর রাসেলসহ সাতজন চাঁন মিয়া গলিতে যায়। মাসুদ তখন সামির ট্রেডিং নামে একটি প্রতিষ্ঠানের আড়তে পণ্যের বস্তা তুলছিলেন। রাসেল ও তার সহযোগীরা আড়তে ঢুকে মাসুদকে টেনহিঁচড়ে বের করে মারধর শুরু করে। মাসুদের হাতে মালামাল টানার কাজে ব্যবহৃত একটি লোহার হুক ছিল। নিজেকে রক্ষায় তিনি হুক দিয়ে রাসেলদের আঘাতের চেষ্টা করেন। তখন সাইদুল পকেট থেকে ছোরা বের করে তাকে শরীরের বিভিন্নস্থানে আঘাত করে। মাসুদ লুটিয়ে পড়লে তারা পালিয়ে যায়। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোরাটি সাইদুলের তথ্য অনুযায়ী বাকলিয়ার হাজী আমিনুর রহমান সড়কে হিফস এগ্রো ফুড ইন্ডাস্ট্রিজের পাশে একটি খালি জায়গা থেকে উদ্ধার করা হয়েছে।’

ঘটনায় জড়িত রাসেল ও সাদ্দামসহ আরও পাঁচজনকে গ্রেফতারে অভিযান চলছে জানিয়ে এসআই মৃণাল কান্তি মজুমদার বলেন, ‘এরা সবাই বাকলিয়ায় বস্তিতে থাকে। কেউ পিকআপ চালায়, কেউ দিনমজুরসহ নিম্ন আয়ের শ্রমিক। রাসেল ও সোহাগ পিকআপ চালক। ঘটনার পর তারা চট্টগ্রাম ছেড়ে বিভিন্নস্থানে পালিয়ে গেছে। শুধুমাত্র সোহাগ ফিরে এলে তাকে আমরা গ্রেফতার করি। সাইদুল বারবার তার অবস্থান পাল্টাচ্ছিল। তাকে ধরতে আমাদের কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ, ঢাকার বিভিন্ন স্থানে অভিযান করতে হয়েছে।’

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

আবারো এস আলমে আগুন 

চট্টগ্রামের কর্ণফুলী এলাকায় এস আলম গ্রুপের চিনির গুদামের পর এবার তেলের মিলে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের...

জিম্মি নাবিকদের উদ্ধার চেষ্টার সময় গুলি বিনিময়

সময় ডেস্ক সোমালিয়ান জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর নাবিকদের উদ্ধারে অভিযান চালিয়েছে অন্য একটি জাহাজ। দুই...

শেষ ম্যাচে ভুটানকে উড়িয়ে দিলো বাংলাদেশ

সময় স্পোর্টস ডেস্ক সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের ফাইনাল আগেই নিশ্চিত করেছিলো বাংলাদেশের মেয়েরা। ১০ মার্চ ফাইনালে ভারতের বিপক্ষে মাঠে...

নারী দিবসে নারী কর্মীদের সম্মান জানিয়ে এবারই প্রথম কোনো আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করছেন নারী কর্মীরা

সময় ডেস্ক আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ শুক্রবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট পরিচালনা করেছেন নারীরা। রাজধানীর শাহজালাল...