অনলাইন কন্টেন্ট নির্মাতা ‘বদ মেজাজ’ পেইজের এডমিন কবির হোসেন (২১) মারা গেছেন। সোমবার ভোর ৬টার দিকে ঢাকায় একটি হাসপাতালে আইসিইউতে থাকা অবস্থায় তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করেন তার বন্ধু একরাম হোসাইন।
নিহত কবিরের বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলার শিলমুড়ী দক্ষিণ ইউনিয়নের শিলমুড়ী গ্রামে।
একরাম জানান, শুক্রবার রাতে রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন কবির। হঠাৎ একটি মোটরসাইকেল এসে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। কবিরকে আহত অবস্থায় প্রথমে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে কুমিল্লা টাওয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য আইসিইউ সজ্জায় হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থা তিনি মারা যান।
দুপুরে নিজ গ্রামে তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।