নির্বাচনে সব রাজনৈতিক দল বিশেষ করে প্রধান দলগুলোর অংশ নেওয়া জরুরি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেছেন, আমরা কোনো দলকে নির্বাচনে অংশগ্রহণে বাধ্য করতে পারব না। তবে তাদের অংশগ্রহণের জন্য আমরা আহ্বান করে যাব।
রোববার (১৭ জুলাই) নির্বাচন ভবনে দ্বাদশ সংসদীয় নির্বাচনকে সামনে রেখে আয়োজিত সংলাপে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
নির্বাচনে সহিংসতা হলে তা প্রতিরোধের আহ্বান জানিয়ে কাজী হাবিবুল আউয়াল বলেন, “আমরা একা সহিংসতা বন্ধ করতে পারব না। আপনাদেরকেও (রাজনৈতিক দলগুলো) দায়িত্ব নিতে হবে। নির্বাচনে সহিংসতা সৃষ্টি করতে কেউ তলোয়ার নিয়ে এলে, তাকে রাইফেল নিয়ে প্রতিরোধ করতে হবে। আপনি যদি দৌড় দেন, তাহলে আমি কী করব? কাজেই আমরা সাহায্য করব। পুলিশের ওপর, সরকারের ওপর আমাদের কমান্ড থাকবে।
সিইসি বলেন, আমি বারবার বলেছি, রাজনৈতিক দল আর সরকার এক নয়। প্রধানমন্ত্রী আওয়ামী লীগেরও সভানেত্রী। কিন্তু যখন তিনি প্রধানমন্ত্রী, তখন তিনি সরকারপ্রধান, আওয়ামী লীগের সভানেত্রী নয়। এটি বুঝতে হবে। আমরা সরকারের সাহায্য চাইব। সরকার যদি সহায়তা না করে, তাহলে নির্বাচনের পরিণতি খুবই ভয়াবহ হতে পারে।