দুই বছর বয়সী ছেলের গুলিতে বাবা নিহত

Date:

Share post:

জেদের ঘরে অযত্নে লোডেড বন্দুক রেখাছিলেন বাবা-মা। আর সেই বন্দুক দিয়ে ঘটনাক্রমে বাবাকে গুলি করে হত্যা করেছে দুই বছর বয়সী ছেলে। ঘটনাটি ঘটেছে যুক্তের য়।

এএফপি বলছে, ২৬ মে অরল্যান্ডোর কাছে ভুক্তভোগীর বাড়িতে এই ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ সোমবার (৬ জুন) ষয়টি জানিয়েছে।

ওইদিন ঘটনার পর ৯১১-এ কল করে পুলিকে জানানো হয়। ঘটনাস্থলে পৌঁছে দেখেন, মেঝেতে পড়ে আছেন গুলিবিদ্ধ রেগি মাবরি। বুক চেপে স্বামীকে বাঁচানোর চেষ্টার করছেন ম্যাবরির স্ত্রী মারি আয়ালা।

এক সংবাদ সম্মেলনে অরেঞ্জ ন্টির রিফ জন মিনা বলেন, কর্মকর্তারা হাসলে নিয়ে যাওয়ার পরপরই ২৬ বছর বয়সী রেগি মাবরি মারা যান। পুলিশের প্রাথমিক ধারণা ছিল ম্যাবরি আত্মহত্যা করেছেন। পরে ওই দম্পতির তিন সন্তানের বড়জন তদন্ত কর্মকর্তাদের জানায়, তার দুই বছরের ছোট ভাই বাবাকে গুলি করেছিল।

আদালতে উত্থাপিত নথিপত্র বলছে, বন্দুকটি একটি ব্যাগে রেখেছিলেন মাবরি। সেটি ঘরের মেঝেতে পড়ে ছিল। তার ছেলে সেই ব্যাগের কাছে গিয়ে বন্দুকটি হাতে নেয়। তখন মাবরি কম্পিউটারে ভিডিও গেম খেলছিলেন। পরে পেছন থেকে দুই বছরের বাচ্চা তার বাবাকে গুলি করে। ঘটনার সময় পাঁচ মাস বয়সী মেয়েসহ পরিবারের পাঁচ সদস্য একই ঘরে ছিলেন।

শেরিফ জন মিনা বলেন, শিশুকে অবহেলা ও মাদক সেবনের একাধিক অপরাধের পর এই বাবা-মা উভয়েই প্যারোলে ছিলেন। অনেকে বাড়িতে আগ্নেয়াস্ত্র সঠিকভাবে সুরক্ষিত রাখে না। ফলে এই ধরণের ট্র্যাজেডি ঘটতে মাত্র কয়েক সেকেন্ড সময় লাগে। এখন এই ছোট বাচ্চারা কার্যকরভাবে বাবা-মা দুজনকেই িয়েছে। তাদের বাবা মারা গেছে, মা জেলে। এখন একটি ছোট বাচ্চাকে জীবন কাটাতে হবে এই জেনে, সে তার বাবাকে গুলি করে হত্যা করেছে।

এই ধরনের ট্র্যাজেডি মার্কিন যুক্তরাষ্ট্রে অস্বাভাবিক নয়। ২০২১ সালের আগস্টে ঠিক এরমক এক ঘটনা ঘটে। দুই বছর বয়সী এক শিশু বন্দুক খুঁজে পেয়ে এক ভিডিও কনফারেন্সে অংশ নেওয়ার সময় তার মাকে মারাত্মকভাবে গুলি করেছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আধা ঘণ্টার বেশি সময় ধরে দ্বিপাক্ষিক বৈঠক

ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আধা ঘণ্টার...

চট্টগ্রামের লোহাগাড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত কিশোরী তাসনীম ইসলাম প্রেমা (১৮) মারা গেছে

চট্টগ্রামের লোহাগাড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত কিশোরী তাসনীম ইসলাম প্রেমা (১৮) মারা গেছে। শুক্রবার (৪ এপ্রিল) সকালে চট্টগ্রাম...

পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে

দেখতে দেখতে রমজান শেষ হয়ে এলো। স্বভাবতই রমজান শেষে মহিমাময় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা এবং চাঁদ দেখে...

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে ঢাকার বসুন্ধরা সিটি থেকে গ্রেফতার

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে ঢাকার বসুন্ধরা সিটি থেকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৫ মার্চ)...