ডেস্ক নিউজ: সীমিত পরিসরে আজও ব্যাংক খোলা রয়েছে।
শনিবার (৩০ এপ্রিল) লেনদেন চলবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত।
বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন (ডিওএস) থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয় গত বৃহস্পতিবার বিকেলে।
ওই নির্দেশনায় বলা হয়েছে, এ বছর ঈদুল ফিতর উপলক্ষ্যে ব্যবসা-বাণিজ্যে অধিক পরিমাণে লেনদেন সংঘটিত হচ্ছে, বিধায় ব্যাংক ব্যবস্থায় নগদ অর্থ জমা ও উত্তোলনের পরিমাণ বেড়েছে। এ পরিপ্রেক্ষিতে সর্বসাধারণের সুবিধার্থে শুক্র (২৯ এপ্রিল) ও শনিবার (৩০ এপ্রিল) ঢাকা মহানগরীসহ কিছু নির্দিষ্ট অঞ্চলে অবস্থিত ব্যাংক শাখাগুলোতে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা হবে।
এর মধ্যে শনিবার (৩০ এপ্রিল) ব্যাংক লেনদেন শুরু হয় সকাল সাড়ে ৯টায়। চলবে দুপুর ১টা পর্যন্ত। লেনদেন শেষে আনুষঙ্গিক কার্যক্রম পরিচালনার জন্য ব্যাংক খোলা থাকবে দুপুর আড়াইটা পর্যন্ত।