ডেস্ক নিউজ:জাতীয় ক্রিকেট দলের ডানহাতি পেসার তাসকিন আহমেদ দ্বিতীয়বারের মতো পিতৃত্বের অনুভূতি পেলেন। এ পেসারের ঘর আলো করে এসেছে ফুটফুটে এক রাজকন্যা।
শুক্রবার (২৯ এপ্রিল) খবরটি নিশ্চিত করেছেন তাসকিন আহমেদ নিজেই। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে কন্যাসন্তানের বাবা হওয়ার খবরটি প্রকাশ্যে আনেন এ পেসার।
এদিন সকালে নিজের ফেরিফায়েড ফেসবুক পেজ ও ব্যক্তিগত অ্যাকাউন্টে তাসকিন লেখেন— ‘আলহামদুলিল্লাহ! আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সবার দোয়ায় আমি কন্যাসন্তানের বাবা হলাম। সবাই তার জন্য দোয়া করবেন।’
এমন খুশির খবরে উচ্ছ্বসিত তাসকিনের ভক্ত-সমর্থকরা। তাসকিনের বাবা হওয়ার খবরটি প্রকাশ্যে আসতেই জাতীয় দলের এ গতি তারকাকে শুভেচ্ছাবার্তায় ভাসাচ্ছেন তার অনুরাগীরা।
এর আগে ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর পুত্রসন্তানের বাবা হন তাসকিন। তাসকিন ও তার স্ত্রী রাবেয়া নাঈমার ঘর আলো করে জন্ম নেয় তাদের প্রথম সন্তান তাশফিন আহমেদ রিহান।