ডেস্ক নিউজ:আমাদের সমাজে এতিম শিশুদের জীবনযাপন আর সব সব শিশুদের মতো নয়। নির্দিষ্ট গণ্ডিতেই বন্দি ওদের শৈশব-কৈশর। তাদের আবদার, অভিমান নেই। নিস্তব্ধতা তাদের সঙ্গী। অনেকটা অবেহলায় কেটে যায় জীবন। ভালো খাবারের দেখা পান মাসে মাসে দু-একদিন।
নানা পদ দিয়ে বন্ধুদের সঙ্গে ইফতার না করে এসব এতিম শিশুদের সঙ্গে কিছুটা সময় কাটিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০০৯-১০ শিক্ষাবর্ষের ৪৫তম ব্যাচের শিক্ষার্থীরা। নিজেদের অর্থায়নে নগরীর দামপাড়া ডেবারপাড় এলাকার ইলমুল কোরআন মাদ্রাসা ও এতিমখানার ৮০ জন শিক্ষার্থীর সঙ্গে বসে ইফতার করেছেন।
শনিবার (২৩ এপ্রিল) ওই মাদ্রাসায় ইফতার নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কিছুটা সময় কাটান। এসময় ৪৫ তম ব্যাচের সাইমুল নজরুল, জুবায়ের বিন হারুন, নয়ন মনি, মিজানুর রহমান মিনু, শিহাব উদ্দৌলা, মারুফ হোসাইন, তমাল বড়–য়া, মিঠুন চক্রবর্তী, লুৎফুর করিম, জুনায়েদ আহমেদ, শাওন আজহার, সামি মাহমদু, হাবিব উল্লাহ উপস্থিত ছিলেন।