ডেস্ক নিউজ: নিজেদের অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে বাংলাদেশের কাছে ২৫ কোটি ডলার ঋণ চেয়েছে শ্রীলঙ্কার সরকার। তবে এ ব্যাপারে বাংলাদেশ এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।
মঙ্গলবার (২৯ মার্চ) কলম্বোতে বিমসটেক (বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা অ্যান্ড থাইল্যান্ড ইকোনমিক কো-অপারেশন) সামিটে মন্ত্রিপর্যায়ের বৈঠকের ফাঁকে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন। সে সময়ে তিনি গণমাধ্যমকে শ্রীলঙ্কার চাওয়া নতুন ঋণ সম্পর্কে অবহিত করেন।
এ ব্যাপারে মন্ত্রী বলেন, এ বিষয়ে আমরা কাজ করছি। তবে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। কারণ রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে আমদানিনির্ভর বাংলাদেশের সামনেও অনেক অনিশ্চয়তা দেখা দিয়েছে।’
এর আগে কারেন্সি সোয়াপের আওতায় শ্রীলঙ্কাকে ২৫ কোটি ডলার ঋণ দেয় বাংলাদেশ। সংকটের বিষয়টি বিবেচনায় নিয়ে ঋণ পরিশোধের মেয়াদ বাড়িয়েছে ঢাকা।