ডেস্ক নিউজ: আজ এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। ২০০৪ সালের এই দিনে স্বাধীনতা দিবসের প্যারেডে অংশ নিয়ে র্যাব আত্মপ্রকাশ করে। প্রতিষ্ঠার পর থেকে প্রতি বছর এই দিনটিকে রেইজিং ডে হিসাবে পালন করে আসছে বাহিনীটি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত এই বাহিনী ২০০৪ সালে স্বাধীনতা দিবসের প্যারেডে অংশ নিয়ে আত্মপ্রকাশ করে। ২৬ মার্চ প্রতিষ্ঠার পর থেকে প্রতি বছর দিনটিকে রেইজিং ডে হিসেবে পালন করে আসছে বাহিনীটি। র্তমানে সারা দেশে এই এলিট ফোর্সটির ব্যাটেলিয়ন সংখ্যা ১৫টি। যেখানে পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, বিজিবি, কোস্টগার্ড, আনসার ও সরকারের বেসামরিক প্রশাসনের বাছাই করা চৌকস কর্মকর্তা ও অন্য সদস্যরা তাদের দায়িত্ব পালন করছেন।
২৬ মার্চ প্রতিষ্ঠাবার্ষিকী হলেও র্যাব মূলত তাদের অনুষ্ঠান উদযাপন করবে ২৮ মার্চ। র্যাব সদর দপ্তরের শহিদ লে. কর্নেল আজাদ মেমোরিয়াল হলে ওইদিন সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশগ্রহণের কথা রয়েছে।