ডেস্ক নিউজ: মাঝরাতে চট্টগ্রাম সিটি করপোরেশনের ২১ নম্বর জামালখান ওয়ার্ড কার্যালয়ে আগুন লাগার ঘটনা ঘটেছে।
রোববার (৬ মার্চ) রাত ১১টা ২০ মিনিটের দিকে নগরীর মোমিন রোডে অবস্থিত জামালখান ওয়ার্ড কার্যালয় ভবনের চতুর্থ তলায় আগুনের সূত্রপাত হয়।
বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক ফরিদ আহমদ চৌধুরী। তিনি বলেন, আগুন লাগার খবর পেয়ে নন্দনকানন ও চন্দনপুরা থেকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।