ডেস্ক নিউজ: ইউক্রেনে হামলা চালাচ্ছে রাশিয়া। দেশটির রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, আত্মরক্ষার অংশ হিসাবেই ইউক্রেনে সামরিক অভিযান চালানো হয়েছে। এতে কেউ নাক গলালে তাৎক্ষণিক জবাব দেওয়া হবে।
রাশিয়ার স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল সাড়ে ৫টার দিকে টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি এমন মন্তব্য করেন।
ওই ভাষণে ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দিয়ে পুতিন বলেন, পরিস্থিতি বিবেচনায় অবিলম্বে আমাদের এমন পদক্ষেপ নেওয়ার প্রয়োজন পড়েছে। পূর্ব ইউক্রেনের দনবাসের স্বাধীন দুটি প্রজাতন্ত্র (দোনেস্ক ও লুহানস্ক) আমাদের কাছে সাহায্য চেয়ে অনুরোধ করেছে। জাতিসংঘ সনদের সপ্তম অধ্যায়ের ৫১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, আমি সেখানে একটি বিশেষ সামরিক অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছি।
পুতিন ভাষণে ইউক্রেনের সেনাদের অস্ত্র ত্যাগের আহ্বান জানান। তিনি বলেন, সম্ভাব্য রক্তপাতের সব দায় বর্তাবে ইউক্রেন সরকারের ওপর। পুতিন আরও বলেন, ইউক্রেন দখলের কোনো পরিকল্পনা আমাদের নেই। কারও ওপর কোনো কিছু চাপিয়ে দেওয়ার পরিকল্পনা আমাদের নেই।