ডেস্ক নিউজ: চট্টগ্রাম ‘একুশে বইমেলা’ থেকে জঙ্গি সন্দেহে দুজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সোমবার (২১ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে আয়োজিত বইমেলা থেকে তাদের আটক করা হয়।
আটককৃত একজন নিজেকে মাদ্রাসা শিক্ষার্থী বলে পরিচয় দিয়েছে। তবে তাৎক্ষণিক এখনো তাদের নাম পরিচয় জানা যায় নি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সন্দেহভাজন ব্যক্তিদের বিষয়ে আগে থেকেই খবর ছিল গোয়েন্দাদের কাছে। সে অনুযায়ী বইমেলা এলাকায় সকাল থেকে কড়া নিরাপত্তা ছিল। বিপুল পরিমাণ পুলিশ মোতায়েনের পাশাপাশি কাউন্টার টেররিজম ইউনিট ও সাদা পোশাকের গোয়েন্দারা বইমেলায় অবস্থান নেয়। একপর্যায়ে বইমেলা সংলগ্ন মসজিদের সামনে থেকে প্রথমে একজনকে আটক করে কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা। এরপর অপর সন্দেহভাজনকে আটক করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সদস্যরা।