ডেস্ক নিউজ: চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ১০৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তের বিবেচনায় সংক্রমণের হার ৪ দশমিক ৯৬ শতাংশ। তবে এদিন কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো করোনা প্রতিবেদেনে এমন তথ্য উঠে এসেছে।
তথ্য মতে, এদিন এন্টিজেন্ট টেস্টসহ সরকারি-বেসরকারি ১২ টি ল্যাবে ২ হাজার ১৫৬ জনের নমুনা পরীক্ষায় করা হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে মহানগরে ৬৯ জন এবং বিভিন্ন উপজেলার বাসিন্দা রয়েছেন ৩৮ জন।
আক্রান্তদের বিষয়ে চট্টগ্রাম সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, সংক্রমণের মাত্রা কমে আসছে। আতঙ্কিত হওয়ার কিছু নেই।
২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী ধরা পড়ে। এখন পর্যন্ত চট্টগ্রামে ১ লাখ ২৫ হাজার ৩১৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে সর্বমোট মহানগরে ৯১ হাজার ১০৭ জন এবং বিভিন্ন উপজেলার রোগীর সংখ্যা ৩৪ হাজার ২০৭ জন।
এছাড়া মৃত্যুবরণ করা ১ হাজার ৩৬০ জনের মধ্যে মহানগরে মারা গিয়েছেন ৭৩৪ জন। একই সঙ্গে উপজেলায় মারা যান ৬২৬ জন।
এর আগের ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ছিল ২০৬ জন। এর মধ্যে মহানগরে ১৬৯ জন এবং বিভিন্ন উপজেলার বাসিন্দা ছিলেন ৩৭ জন। আক্রান্তের বিবেচনায় সংক্রমেণের হার ছিল ৮দশমিক ১৬ শতাংশ। ওই দিন কেউ করোনায় আক্রান্ত হয়ে মারা যাননি।