পশ্চিমবঙ্গে শাকিব খান অভিনীত ‘নবাব‘ মুক্তি পাচ্ছে শুক্রবার।আগের দিন হয়ে গেল সিনেমাটির প্রিমিয়ার। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশের এ সুপারস্টার।
‘নবাব’ বাংলাদেশে মুক্তি পেয়েছে ঈদুল ফিতরে। এর এক মাস পর পশ্চিমবঙ্গের ১১২টি হলে মুক্তি পাচ্ছে।
স্থানীয় প্রিয়া সিনেমা হলে বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয় ‘নবাব’-এর প্রিমিয়ার। এতে শাকিব ছাড়াও সিনেমাটি পরিচালক জয়দীপ মুখার্জি, নায়িকা শুভশ্রী গাঙ্গুলি, সব্যসাচী চক্রবর্তী, অপরাজিতা আঢ্যসহ অনেকে উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন নায়ক ওম।
যৌথ প্রযোজনার ‘নবাব’-এ লগ্নি করেছেন ভারতের এসকে মুভিজ ও ঢাকার জাজ মাল্টিমিডিয়া। পরিচালক হিসেবে আরো আছেন আব্দুল আজিজ। সিনেমাটি ঈদে বাংলাদেশে দারুণ ব্যবসা করে। এখনো চলছে সারাদেশের ৩০টির মতো প্রেক্ষাগৃহে।
ছবিটি মুক্তির আগেই বাংলাদেশে বেশ কিছু অভিযোগ ওঠে। বলা হয়, ‘নবাব’ যৌথ প্রযোজনার নিয়ম লঙ্ঘন করেছে। তা নিয়ে ঢালিউডে পাল্টাপাল্টি অনেক কিছু ঘটে গেছে। এমনকি শাকিবের সঙ্গে কাজ না করার ঘোষণা দেয় বাংলাদেশ চলচ্চিত্র পরিবার।
এ সবের সঙ্গে ফের পুরনো অভিযোগ ওঠেছে কলকাতার এসকে’র বিরুদ্ধে। বাংলাদেশে ঘটা করে ‘যৌথ প্রযোজনা’ হিসেবে প্রচারণা চালানো হলেও কলকাতার পোস্টার, ব্যানারে তেমন কিছু নেই। এমনকি পরিচালক হিসেবে আব্দুল আজিজের নামও গায়েব।
এবার পশ্চিম বঙ্গে নবাব
Date:
Share post: