ডেস্ক নিউজ: কক্সবাজার হতে চট্টগ্রামে ইয়াবা পাচারকালে ১৭ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যা পিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যা ব) সদস্যরা। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহূত মাইক্রোবাস জব্দ করে।
গত শনিবার (২৮ আগস্ট) আকবরশাহ থানা এলাকায় চেকপোস্টে তল্লাশিকালে তাদের আটক করা হয়। আটকরা হলেন, মো. সালাউদ্দিন (২০), মো. জসিম উদ্দিন (৩৩)।
র্যা ব-৭ এর জ্যেষ্ঠ সহকারি পরিচালক মো. নূরুল আবছার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাদক ব্যবসায়ীরা কক্সবাজার হতে চট্টগ্রামে নিয়ে আসছিল এমন তথ্য পেয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় মাদক ব্যবসায়ীরা র্যা বেকে দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
তারা দীর্ঘদিন ধরে কক্সবাজার হতে চট্টগ্রামে ইয়াবা পাচার করে আসছিল বলেও জানায় র্যা ব।