কাজে বাঁধা দিলে আমাকে বলবেন’ডিসি সম্মেলনে ওবায়দুল কাদের’

Date:

Share post:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক িবহন ও ওবায়দুল কাদের বলেছেন,‘সরকার, আওয়ামী লীগ ও হাইকোর্টের হচ্ছে দেশের হাইওয়েতে ব্যাটারিচালিত সিএনজি, অটোরিকশা, নসিমন, করিমন, ভটভটি –এসব তিনচাকার যানবাহন চলতে পারবে না। ডিসি ও কমিশনারদের এ সিদ্ধান্ত শতভাগ বাস্তবায়নের নির্দেশ দিয়েছি আমি।’

বুধবার (২৬ জুলাই) বিকালে সচিবালয়ের মন্ত্রিকক্ষে জেলা প্রশাসকদের (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনের সপ্তম অধিবেশন শুরু হয়। অধিবেশনে বক্তব্য রাখেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অধিবেশন শেষে বের হওয়ার সময় সাংবাদিকদের ে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘নির্দেশ পেয়ে ডিসিরা আমার কাছে অভিযোগ করেন, ‘নৈতিক হস্তক্ষেপের কারণে এসব সিদ্ধান্ত বাস্তবায়ন তাদের পক্ষে সম্ভব হয় না। তারা আইন অনুযায়ী কাজ করতে পারেন না। এ অভিযোগ পেয়ে আমি তাদের বলেছি, ‘আমি ওবায়দুল কাদের, ক্ষমতান দলের সাধারণ সম্পাদক বলছি, এ সিদ্ধান্ত বাস্তবায়নে যে নেতা আপনাদের বাধার সৃষ্টি করবে, তাৎক্ষণিকভাবে তা আমাকে জানাবেন। আমি ব্যবস্থা নেবো।’

তিনি আরও বলেন, ‘একইসঙ্গে গাড়ির হুক, বাম্পার ও অ্যাঙ্গেল খুলে ফেলার জন্য জেলা প্রশাসকদের মাধ্যমে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছি। আমি বলেছি, এজন্য প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করুন। এটাও বলেছি, এসব সিদ্ধান্ত জেলা ও উপজেলা পর্যায়ে বাস্তবায়ন না হলে তা আলোর মুখ দেখবে না।’

সেতুমন্ত্রী বলেন, ‘ডিসিদের আরও একটি বিষয়ে বলেছি, আপনার জেলায় কোনও না কোনও ভিআইপি থাকবে, মন্ত্রী-এমপি থাকবে, সারাক্ষণ তাদের পেছনে পেছনে প্রটোকল দেওয়ার কোনও প্রয়োজন নেই। সারাক্ষণ যদি মন্ত্রী-এমপির পেছনে ছোটেন, তবে জনগণের কথা শুনবেন কখন? আর জনগণের কথা না শুনলে তাদের সেবা দেবেন কিভাবে? মন্ত্রী-এমপিদের পেছনে পেছনে আপনাদের ছোটাছুটির কারণে জনস্বার্থ বিঘ্নিত হচ্ছে। এটি করবেন না। আপনার পক্ষে একজন প্রতিনিধি এ দায়িত্ব পালন করুক, তাতে কোনও সমস্যা নেই।’

এসময় কক্সবাজারের ডিসি মাতামুহুরী নদীতে দুটি ব্রিজ ের দাবি জােছেন। এছাড়া সাতক্ষীরার ডিসি সুন্দরবন অধ্যুষিত এলাকায় সড়ক নির্মাণের দাবি জানান। আমি তাদের বলেছি, চলতি বৃষ্টি মৌসুম শেষ হলেই এ দুটি ব্রিজ ও সড়ক নির্মাণের কাজ শুরু হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

পাকিস্তানের নিজ ঘরে মিলল নারী টিকটকারের মরদেহ, রহস্যজনক আলামত

টিকটকার সামিরা রাজপুতের মরদেহ উদ্ধার করা হয়েছে। পাকিস্তানের ঘোটকির মুমতাজ শাহ মহল্লায় তার বাসভবনে রহস্যজনক পরিস্থিতিতে মৃতদেহটি পাওয়া...

রাষ্ট্রের প্রধান ৩ অঙ্গের সমস্যা আগে সমাধান করতে হবে: আইন উপদেষ্টা

রাষ্ট্রের প্রধান ৩ অঙ্গ- নির্বাহী বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগের সমস্যা আগে সমাধান করতে হবে বলে মনে করেন...

বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আরও এক শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ জারিফ ফারহান (১৩) নামে আরও এক শিক্ষার্থীর মৃত্যু...

লুট হওয়া অস্ত্র উদ্ধারে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী তৎপর : স্বরাষ্ট্র উপদেষ্টা

আগামী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গণ-অভ্যুত্থানের সময় লুট হওয়া অস্ত্রসহ সারা দেশে অবৈধ অস্ত্র উদ্ধারে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী...