ডেস্ক নিউজ:চট্টগ্রাম অস্ত্র, গুলি ও ইয়াবাসহ তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী গোলজার আলম প্রকাশ ওরফে পিস্তল গোলজার গ্রেফতার করেছে পুলিশ
সোমবার (১৯ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টায় দাইয়াপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গোলজার ডবলমুরিং থানা যুবদলের সাবেক যুগ্ন সম্পাদক।
বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।
মহসীন বলেন , গোলজার চট্টগ্রামের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী এবং ডবলমুরিং থানার তালিকাভুক্ত ১ নম্বর আসামি। সে ডবলমুরিং এলাকার ত্রাস। চুরি থেকে শুরু করে ছিনতাই, চাঁদাবাজি, মাদকসহ এমন কোনো অপরাধ নেই যা সে করে না। সে ভিক্ষুকের কাছ থেকেও ২০ টাকা চাঁদা নেয়। আবার ২০০ টাকা দিলেই যে কাউকে গিয়ে মেরে আসে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিনগত রাত সাড়ে ১২টায় দাইয়াপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি পাইপ গান, এক রাউন্ড গুলি ও ১০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র, মাদক, ছিনতাই, চাঁদাবাজি, হত্যাচেষ্টা, বিস্ফোরকসহ বিভিন্ন থানায় ১৫টি মামলা রয়েছে।