ডেস্ক নিউজ: কক্সবাজার হতে ঢাকায় ইয়াবা পাচারকালে ৪০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যা পিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যা ব) সদস্যরা।
বৃহস্পতিবার (৮জুলাই) সকাল ছয়টায় নগরের কর্ণফুলী থানার দক্ষিণ শিকলবাহা ক্রসিং এলাকায় থেকে তাদের আটক করা হয়।
র্যা ব-৭ এর জ্যেষ্ঠ সহকারি পরিচালক (গণমাধ্যম) মো. নূরুল আবছার গণমাধ্যমকে এর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মাদক ব্যবসায়ীরা কক্সবাজার থেকে কৌশলে ঢাকার বিভিন্ন এলাকায় মাদক পাচার করতো। লকডাউনে ইয়াবা পাচার করতে জরুরি পরিসেবার নাম ব্যবহার করে মৎস্য ও খাদ্যদ্রব্য পরিবহনের কৌশল নিয়েছিল। গোপন সংবাদের খবর পেয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ তাদের আটক করা হয়।