প্রথম স্ত্রীর দায়ের করা যৌতুকের মামলায় নাট্যনির্মাতা সাইফুল ইসলাম খান প্রকাশ রায়হান খানকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। একই রায়ে আদালত তাকে পাঁচ হাজার টাকা জরিমানাও করেছেন।
বুধবার (২২ জুন) চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক দিলীপ দেবনাথ এ রায় দিয়েছেন।
দণ্ডিত রায়হান খান বর্তমানে পলাতক আছেন।
বাদিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট উজ্জ্বল সরকার জানান, ২০১৪ সালের ১ অক্টোবর চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ১০ লাখ টাকা যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগে রায়হানের বিরুদ্ধে মামলা করেন প্রথম স্ত্রী নগরীর হালিশহরের বাসিন্দা ফারহানা আফরোজ হান্না।
ওই মামলায় ২৮ জুন নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১ (গ) ধারায় রায়হানের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলায় মোট পাঁচজনের সাক্ষ্যগ্রহণ করা হয়।
এর আগে প্রথম স্ত্রী হান্নার অনুমতি না নিয়ে অভিনয়শিল্পী ও মডেল নোভাকে বিয়ে করায় নাট্যনির্মাতা রায়হান খানকে চলতি বছরের ৭ ফেব্রুয়ারি তিন মাসের সশ্রম কারাদণ্ড দেন চট্টগ্রামের আরেকটি আদালত।
রায়হান খান ২০০৫ সালের ৫ মে ফারহানা আফরোজ হান্নাকে পারিবারিকভাবে বিয়ে করেছিলেন। এরপর ২০১১ সালের ১১ নভেম্বর তিনি নোভাকে বিয়ে করেন
নাট্যকার রায়হান খানের কারাদন্ড।
Date:
Share post: