ডেস্ক নিউজ: নিয়ন্ত্রণ হারিয়ে একটি সিএনজি অটোরিকশা নালায় ডুবে গেলে চালকসহ দুইজনের মৃত্যু হয়েছে।
বুধবার (৩০জুন) নগরের পাঁচলাইশ থানার ষোলশহর দু নম্বর গেইটের মেয়র গলির এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সিএসজি চালক মো. সুলতান (৩৫) ও আরোহী খাদিজা বেগম (৬৫)।
স্থানীয়রা জানায়, রাস্তা দিয়ে যাওয়ার পথে সিএনজি অটোরিকশাটি নালায় পড়ে যায়। বৃষ্টিতে নালায় প্রচণ্ড স্রোত থাকায় সেটি নীচে তলিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই মো. আলাউদ্দীন। তিনি বলেন, আজ দুপুরে ষোলশহর থেকে আহত অবস্থায় চারজনকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।