ডেস্ক নিউজ : সন্দ্বীপ পৌরসভার ২০২১-২০২২ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। প্রস্তাবিত ১৭ কোটি ৮৫ লাখ উন্নয়ন খাতে এবং ১ কোটি ৭৩ লাখ ৭০ হাজার টাকা রাজস্ব খাতসহ মোট ১৯ কোটি ৫৮ লাখ ৭০ হাজার টাকার বাজেট। এ বাজেটকে এ যাবৎকালের সর্বোচ্চ বলে দাবী করেছেন বক্তারা।
আজ শনিবার (২৬ জুন) পৌরসভা হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মাষ্টার শাহজাহান বিএ, উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান ও ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মিশন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর মেয়র মোক্তাদের মাওলা সেলিম। পৌরসভার লাইসেন্স পরিদর্শক মো. বেলায়েত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌরসভা ছাত্রলীগের সভাপতি মো. ফয়সাল উদ্দিন।