ডেস্ক নিউজ: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছেম নতুন শনাক্ত ১৯০ জন।
সোমবার (২১ জুন) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৪৯ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ২১ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ১৭ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ২২ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৯ জন ও শেভরণ হাসপাতাল ল্যাবে ১৭ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।
একই সময়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে নয়জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ২৫ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ছয়জন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে চারজন এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের একজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।