ডেস্ক নিউজ: চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব এ.বি.এম মহিউদ্দিন চৌধুরী’র কবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।
রবিবার সকাল ৮ টাই নগরীর চশমা হিলে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
হুইপ স্বপন বলেন, এ.বি.এম মহিউদ্দিন চৌধুরী গণ মানুষের নেতা ছিলেন। সাধারণ মানুষের দাবি আদায়ে তিনি সর্বদা সোচ্চার ছিলেন।
তিনি আন্দোলন-সংগ্রামে যে অগ্রণী ভুমিকা পালন করেছেন তা জাতি আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, সাবেক চসিক মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দিন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এটিএম পেয়ারুল ইসলাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাদা মহিউদ্দিন, নগর আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর সদস্য শফিকুল ইসলাম ফারুক, চন্দন ধর, মশিউর রহমান, নগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকা, ফরিদ মাহমুদ, মাহবুবুর হক সুমন, নগর আওয়ামী সদস্য মোহাম্মদ জাবেদ প্রমুখ।