বাকলিয়ায় সাইনবোর্ড লাগানোকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় অস্ত্রধারী জাহিদকে গ্রেফতার করা হয়েছে।
গত মঙ্গলবার (১৫ জুন) রাত ১২টার দিকে বাঁশখালী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী একটি বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গত ১১ জুন বাকলিয়া থানা এলাকার আব্দুল লতিফ হাটখোলার বড় মৌলভী কবরস্থানে সাইনবোর্ড লাগানোকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।সংঘর্ষে অস্ত্রহাতে বেশ কয়েকজনের ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
এছাড়া সেই অস্ত্রধারীদের ছবি বিভিন্ন গণমাধ্যমও প্রকাশ করে। বাকলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন বলেন, বাকলিয়ায় বড় মৌলভী কবরস্থানে সাইনবোর্ড লাগানোকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় ভিডিও ফুটেজ দেখে অস্ত্রধারী জাহিদকে শনাক্ত করি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযানের মাধ্যমে বাঁশখালী থেকে তাকে গ্রেফতার করা হয়।
পরে তার স্বীকারোক্তি মোতাবকে বাকলিয়া থানা এলাকা থেকে ১টি বিদেশি পিস্তল এবং ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা করা হয়েছে।