ডেস্ক নিউজ: বন্ধ হল চট্টগ্রামের বায়েজিদ সংযোগ সড়ক। আজ ৯ জুন থেকে থেকে আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে এই সড়ক।
বুধবার দুপুরে সড়কের বায়েজিদ বোস্তামিমুখী লেনটিতেও যান চলাচল বন্ধ করে দেয় সড়কটির নির্মাণকারী সংস্থা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।
এর আগে সোমবার ফৌজদারহাটমুখী লেনটি বন্ধ করা হয়েছিল। এখন সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেল।
জানা গেছে, চট্টগ্রামের মূল শহর থেকে যানবাহনের চাপ কমাতে বায়েজিদ থেকে ফৌজদারহাট পর্যন্ত সংযোগ সড়কটি নির্মাণ করেছে সিডিএ। ছয় কিলোমিটারের এই সড়ক নির্মাণে কাটা হয় ১৬টি পাহাড়।
পরিবেশ অধিদফতর থেকে আড়াই লাখ ঘনফুট পাহাড় কাটার অনুমোদন নিয়ে ১০ লাখ ৩০ হাজার ঘনফুট পাহাড় কাটার দায়ে ১০ কোটি টাকার জরিমানাও গুনেছে সিডিএ।
৩২০ কোটি টাকার এই প্রকল্পের আওতায় সড়কটিতে নির্মাণ করা হচ্ছে ১২টি কালভার্ট ও ৬টি ব্রিজ। এই প্রকল্পের একাধিকবার মেয়াদ বৃদ্ধি করে সর্বশেষ ২০১৯ সালের জুন মাসে সমাপ্ত হওয়ার কথা ছিল।
তবে পুনরায় মেয়াদ বৃদ্ধি করে ২০২১ সালের জুন পর্যন্ত করা হয়েছে। এই সময়ের মধ্যেও কাজ শেষ হওয়া নিয়েও তৈরি হয়েছে সংশয়