ডেস্ক নিউজ: করোনা নেগেটিভ হওয়ার প্রায় ২০ দিন পরে ফের জ্বরে আক্রান্ত হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। হঠাৎ করে জ্বরের উপসর্গ দেখা দেওয়ায় বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আজ শুক্রবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান। তিনি বলেন, তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য আবারও ১০ সদস্যের মেডিকেল বোর্ড বসছে।
মির্জা ফখরুল বলেন, তিনি এখন ভালো আছেন। মেডিকেল প্যারামিটারগুলো ভালো আছে। তবে গত রাত থেকে তিনি জ্বরে ভুগছেন। চিকিৎসকরা চিকিৎসা দিচ্ছেন।
বিএনপি চেয়ারপারসনের এই নতুন উপসর্গ কেন দেখা দিল, তা পর্যালোচনায় আজ চিকিৎসকরা বৈঠকে বসবেন।
গত ২৭ এপ্রিল খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। ৬ দিন পর তিনি শ্বাসকষ্ট অনুভব করলে তাকে জরুরিভাবে করোনারি কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়।
সেদিন থেকে হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যের মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা চলছে।