আসলাম পারভেজ,
হাটহাজারী,চট্টগ্রাম
হাটহাজারী মাছ বাজারে বুধবার (১১ মে) এক অভিযান চালিয়ে নিষিদ্বা মানুষ খেকো পিরানহা মাছ জব্দ করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিনের নির্দেশে মৎস্যা কর্মকর্তা নাজমুল হুদা এ অভিযান পরিচালনা করেন এ সময় আনুমানিক ২০ কেজি মতো এ মাছ জব্দা করেছেন বলে মৎস্য অফিসার জানান। তবে কাউকে আটক করতে পারেনি অভিযান পরিচালনাকালে তিনি জানান
সকলেই সচেতন থাকব এই মাছ কিনবোনা ও বিক্রি করবো না। কোথাও এই মাছ জীবিত অবস্থায় পেলে মেরে ফেলতে হবে। পরিবেশের জন্য এই মাছ মারাত্মক ক্ষতিকর।
হাটহাজারীতে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ
Date:
Share post: