মোহাম্মদ আমিনুল হক বুুলবুল
নান্দাইল,(ময়মনসিংহ) :
ময়মনসিংহের নান্দাইলে খারুয়া ইউনিয়নের আল-কারীম ইসলামী পাঠাগারের উদ্যোগে সুধীজন ও সামাজিক সংগঠন সমূহের নেতৃবৃন্দের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ মে) খারুয়া মাদ্রাসা মিলনায়তনে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
আমন্ত্রিত অতিথিদের সম্মানে এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন অত্র পাঠাগারের সভাপতি মাওলানা তারিক জামিল। তিনি তার বক্তব্যে পাঠাগারের বার্ষিক আয়-ব্যয় তুলে ধরেন এবং সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন খারুয়া ইউনিয়ন ইমাম- উলামা পরিষদ সভাপতি মাওলানা কাজি আব্দুছ ছাত্তার, সাধারণ সম্পাদক মুফতি খাদেমুল ইসলাম। খারুয়া মাদ্রাসার প্রধান মুফতি আবুল হাসিম, দিশারী ফাউন্ডেশন সভাপতি শরীফ ভুঁইয়া,স্বপ্নতরী ইসলামী সংগঠনের সাধারণ সম্পাদক শাহিন আলম, খারুয়া ইউনিয়ন হেল্পলাইনের এডমিন দেলোয়ার হোসেন,খারুয়া বাজার পরিচালনা কমিটির সভাপতি ডাঃ খলিলুর রহমান, আলোর দিশারি ইসলামী পাঠাগার রাজাবাড়িয়া এর সভাপতি মাওলানা মুজাহিদুল ইসলাম,খারুয়া হেল্পলাইনের প্রধান এডমিন রাকিবুল হাসান মল্লিক, হিলফুল ফুজুল ইসলামী সংগঠনের প্রতিনিধি কফিল উদ্দিন প্রমুখ।
এছাড়া বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ও শিক্ষাবিদ,উলামায়ে কেরাম ও পাঠাগার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।