ডেস্ক নিউজ: টালিউডের প্রথম সারির অভিনেত্রী কোয়েল মল্লিকের জন্মদিন আজ। ১৯৮২ সালের ২৮ এপ্রিল কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি৷ খ্যাতিমান অভিনেতা রঞ্জিত মল্লিকের মেয়ে কোয়েল মল্লিক। সিনেমায় এসে বাবার মতো কোয়েলও পেয়েছেন আকাশচুম্বী সাফল্য।
কোয়েল মল্লিকের আসল নাম কিন্তু কোয়েল নয়। তার নাম রুক্মিণী মল্লিক। সিনেমায় আসার পরই তিনি কোয়েল নামটি ধারণ করেন।
সিনেমায় কোয়েলের অভিষেক ব্যাপক সাফল্যের সঙ্গে হয়েছিল। ২০০৩ সালে জিতের বিপরীতে ‘নাটের গুরু’ সিনেমাটি সুপারহিট হয়। ফলে শুরুতেই বাজিমাৎ করেন কোয়েল।
প্রথম সিনেমার সাফল্যের পর জিৎ-কোয়েল জুটি গড়ে ওঠে। তারা একসঙ্গে ১১টি সিনেমায় অভিনয় করেছেন। যার অধিকাংশই সফল হয়